পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/৭২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्ररौञ्जनांथ ठाकूत्र । * ९७१ ধনের পাখী গাছে বাহিরে বসি বসি । বনের গান ছিল যত । খাচার পাখী পড়ে শিখানে বুলি তার র্দোহার ভাষা দুই মত। বনের পাখী বলে খাচার পার্থী ভাই বনের গান গাও দিখি! খাচার পাখী বলে বনের পাখী তুমি খাচার গান লহ শিখি ॥ বনের পার্থী বলে-ন, আমি শিখানে গান নাহি চাই ! খচার পাখী বলে—হায় আমি কেমনে বনগান গাই। বনের পার্থী বলে আকাশ বননীল, কোথাও বাধা নাহি তার । খচার পাখী বলে খাচাটি পরিপটি কেমন ঢাকা চারিধার ! বনের পাখী কহে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে । খাচার পার্থী কয় নিরালা কোণে বসে বধিয়া রাধ আপনারে । বনের পাখী গাহে—ন, সেথ, কোথায় উড়িবারে পাই । খাচার পাখী কহে, হায় মেঘে কোথায় বসিবারে ঠাই ॥ এমনি দুই পাখী দোহারে ভালবাসে তবুও কাছে নাহি পায়। খাচার ফঁাকে ফঁাকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায়। কুঞ্জনে কেহ করে বুঝিতে নাহি পারে বুঝতে নারে আপনায়। ইজনে এক এক ঝাপটি মারে পাখা, কাতরে কহে, কাছে আয় ॥ বনের পাখী বলে-না, কবে খাচায় কুধি দিবে দ্বার। * খাচারপাধী বলে—হার মোর শকতি নাছি উড়িবার ॥ কীৰ্ত্তনের মুর। আমারে, কে নিবি ভাই, সঁপিতে চাই আপনারে। আমার এই মন গলিয়ে কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে য’ারে। তোরা কোন রূপের হাটে, চলেছিস্ ভবের বাটে, পিছিয়ে আছি আমি আপন ভারে, তোদের ঐ হাসিখুলী দিবানিশি দেখে মন কেমন করে । আমার এই বাধা টুটে নিয়ে যা লুটেপুটে, পড়ে থাকৃ মনের বোঝা বরের দ্বারে। যেমন ঐ এক নিমেষে বস্তা এসে ভাসিয়ে নে যায় পারাবারে। এত যে আনাগোন, কে আছে জানাশোনা, কে আছে নাম ধরে মোর ডাকৃতে পারে। যদি সে বারেক এসে দাড়ায় হেসে চিনতে পারি দেখে তারে। সোহিনী-একতালা। ওগো, দেখি আঁখি তুলে চাও, তোমার চোখে কেন ঘুমঘোর। আমি কি যেন করেছি পান, কোন মদিরারসে ভোর, আমার চোখে তাই ঘুমঘোর ॥ छ् िहेिं झेि, সখি, ক্ষতি কি 3 এ ভবে, কেহ জ্ঞানী অতি, কেহ ভোলা-মন, কেহ সচেতন, কেহ অচেতন, কারো বা নয়নে হাসির কিরণ, কারে বা নয়নে লোর । আমার চোখে শুধু ঘুম-বোর। ওগো, কেন গো আচল প্রায়, হেথা, দড়িয়ে তরু-ছায়। অবশ হয় ভারে চরণ চলিতে নাহি চায়, ७iहे ऍीज़हब ज्द्रशंष्ट्र । ছি ছিছি, সখি, ক্ষতি কি ; ७ ज्व, ँश् পড়ে থাকে, কেহ চলে স্থায়, d - * اقه ሹ * ነ t r\-.* ** :ք

  • ՞ն - a” ».۱"نه به نام هایم ،