পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/৪৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| গোপাল উড়ে । গজেন্দ্র-গামিনী ধনী, কটি কর-অর জিনি, নাভি-সরোবরে ভাসিছে নলিনী,— ভুজঙ্গিনী-সম বেণী পৃষ্ঠোপরে। যুগল কুচদ্বয় বঙ্কে, যেন প্রজ্বলিত অনলের শিখে, মদনজয়ী শরাসন আকর্ষণ কটাক্ষে,— চন্দ্রমুখীর চন্দ্রের আভা চন্দ্রীধরে ॥ আড়খেমট । মাসি, কি দিব তোরে। বান্ধ রৈলাম আমি জন্মের অরে। বল কখন দেখতে পাব, প্রাণ যুড়াব,ওগো মাসি, প্রাণ যুড়াব চক্ষে হেরে ৷ কেমন কেমন করে মন, চঞ্চল হইল কেন, কবে হবে সুমিলন, শুভ দিন, শুভক্ষণে হেরবো ভরে ॥ यांप्लरथंयप्रै; । যাদু, কাল তোরে দেখাব। তোরে রথের পাশে দাড় করব ৷ ঠিক কোরে ঠিকানায় রেখে, ওরে যাচু, আমি যাদুমণির কাছে যাব। ধরায় থেকে চন্দ্রধর, অধরাকে আচক ধরা, দে কি রে চাদ সহজ ধারা, অমুনি ধারা, এনে গগনচ দ্ৰ হাতে দিব ॥ कNGम्नादौ । আলো নাতিনি, যদি দেখ বি গুণমণি। রখের পাশে, নাগর এসে, দাড়িয়ে আছে বিনোদিনি ॥ করে ধনি শিবব্রত, বর পেয়েছ মনোমত, আপনি এসে উপনীত, দেখে হই হত, হায়! তোর কপালের জোর বলব কত, স্তুহোক বোন ভাল হলে, কাণ্ডারী তোর মিলে গেল, একাদশ বৃহস্পতি হলো, এখন লো ধনি ৷ φαίαυ ७ ११ चांप्लz५मल्ले । দেখ দেখ দেখ ওগো ওগো রাজনন্দিনি। যার কথা কই, সে নাগর ঐ, ভুবনবিজয়ী, মনোহর ডনুখানি। দাঁড়ায় রথের পাশে, রয়েছে তোমার আশে, কোরি মম বসে, আছে গুণমণি, ফুটিল বিবাহের ফুল, প্রজাপতি অনুকূল, বুঝি তোমায় দিলেন কুল, কুলকুণ্ডলিনী। আঙুধেমূট।। ওলে, রাজনন্দিনি বিনোদন, দেখবি যদি আয় রথের পাশে নাগর এসে, দাড়িয়ে আছে তোর আশায় । অধর চাদকে ধরবে বলে, প্রতিজ্ঞ ফাদ পেতেছিলে, তাইতে নাগর ধর দিলে, নইলে কি চাদ পাওয়া যায়। απηυ আড়খেম্টা। আই গো কি হবে বল। তারে চক্ষে হেরে চিত্ত গেল । বিনয় করি, আই, ধরি ছুটী করে, আমায় এনেদে সেই চিত্তচোরে, নইলে স্মরশরে মদনরে, প্রাণ দগ্ধ বরে, পাইয়ে ছল। बाफ़1 ।। কি করি উপায় সখি, বিহনে সেই গুণমণি। ব্যাকুল হতেছে মন, মণিহারা যেমন ফণী ॥ কি ক্ষণে সে দেখা দিল, মন প্রাণ হরে নিল, এবে কোথা লুকাইল, চিত্তচোর চূড়ামণি। এনে দে সেই চিত্ত৯োরে, রাখি তারে চিত্র করে, চিত্তপট কারাগরে চেরে দও দিই এখনি। কাওয়ালী । কর ঘদি এই উপকার আমার । । ভেবে আকুল বাচিনে গো আর