পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/৫৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88S。 চুল পেকেছে দাত পড়েছে, পরমায়ুর মেয়াদ গিয়েছে, পরোয়ানা দেখ এসেছে, অতএব বলি তোকে ॥ হাশ্বির—একতাল । কালীপদ-পঙ্কজে মতি যার। ভব খেরে সে বোরে সে ঘোরেন। আর ॥ তার মনের মল, বিনাশেন বিমল, অস্তরে থাকেনা অজ্ঞান অন্ধকার | রণে রাজদ্বারে, শ্মশানে মশানে শুন্তাগারে, শূন্তমৰ্গে হুতাশনে অস্ত্রঘাতে উল্লাপাতে বিষপানে ৰিষন্ত্ৰী গমনে বিঘ্ন নাইকো তার ॥ দন্তী দন্তে শৃঙ্গ শৃঙ্গে নখ নখে, নদী নদে হ্রদে শৈলে সমুদ্রকে, রাক্ষসে কি খগে, পিশাচে পল্লগে, প্যারী বলে সে পায় পারাবার। মাল্লার—একতাল । এই যে কলেবর, এটা পরের ঘর, ভাড়া দিয়ে আছ ভাড়াটে স্বরে । যে দিন নেটীশ দেবে, সে দিন টের পাবে, উঠে যেতে হবে মন তোমারে । ভাড়াটে বাটীর কে নেবেরে ভাড়া, ভাড়াটে প্রজাকে আর কে দেবে তাড়া, তলব এলেই তুই হ’বি মুলুক ছাড়া, এ উপভোগ করবে অপরে। কোথা রবে অলঙ্কার অহঙ্কার, কোথা রবে পরিবারের চন্দ্রহার, যমদূতে যখন করিবে প্রহর, কি বলে বুঝাবে ওরে। চিত্রগুপ্ত এসে খুলে দেখাবে খাত, আতঙ্কে অগ্নি উড়ে যাবে মাথা, কালক্রপ ফেরাৰৈ কৰ্ম্ম-বিপাক-জা । ياه খাৰি খাবি পড়ে মরক দুস্তরে M বিষয়ে বাসনা প্রবল প্রতিদিন, अग्निश्रीथ ए’णनंौ cनद निङ्थ*); পরিবারবর্গের পরিশোধিবারে ঋণ, এলি কি এ সংসারে । 呼 বাঙ্গালীর গান । কবিরত্ব কয় যুক্তি শুন তবে, অনন্ত মুখের ভাগী যদি হবে, অনায়াসে ভবপাশে ত্ৰাণ পাবে, - ভাব ভবধবে সৃদয় মন্দিরে। রামপ্রসাদী মুর। আর কতকাল ভুগবো কাধি হয়ে আমি কুয়োর স্বত্বা । এই ভবকূপে, কোনরূপে নিবৃত্তি নাই ওঠা-পড় আশীলক্ষ পাটে ঠেকে সৰ্ব্বাঙ্গে পড়েছে কড়া। আবার গলায় কশা, শক্ত ফঁাশা মায়া মোহ । দড়ি দড়া ॥ যুগে যুগে, মলাম ভুগে, কিছুতে নাই নড়াচড়া। লীতে কঁাপি জলে ভিজি রোদেতে হই বেগুন-পোড়া | রোগ-ছিদ্রতে, কাল নিদ্রাতে, যখন থাকি হয়ে খোড়া । জীবাত্মা কাসারি বেটা আমনি এসে দেয় যে কি অপরাধ করেছি মা এত কেন শাস্তি কড়া। কবি কয় তোর পায় পড়ি, ' আর করোনা ফন্ড্রা ছেঁড়া ॥ খটু-ভৈরবী—যৎ। . কি দোষে করেছ দুর্গে আমায় ছেকড়া গাড়ীর ঘোড়া । পড়েছি ঘোর শঙ্কটে সংসার-শকটে ঘোড় ॥. লীত গ্রীষ্মাদি বর্ষাতে, কামাই পাইন কোন মতে, ছুটি ছুটে পাপের পথে, পড়ে পা হয়েছে খোড় জন্ম মৃত্যু হটে ক্ষেপ, সয়না প্রাণে এ আক্ষেপ, জীবাত্মা কোচম্যাম পিঠে, দেরি হলেই মারে কোড়া। স্বীয় কৰ্ম্মহত্র বলে, আছি আশ্রম-আস্তাঙ্গে, চক্ষেতে ন দৃষ্টি চলে, অজ্ঞান-চৰ্ম্মেতে মোড়া। পূৰ্ব্ব পুণ্য পচা দান, রিপু সইস খায় ছ’জন, ফুরিয়ে গেছে পেট ভরেন, ৰুি কষ্ট কি কপাল পোড়।