পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/৯৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ό-6ξ ο * বাঙ্গালীর গান । ভৈরবী—অীড়া। কেন দুঃখ দিতে বিধি প্রেমনিধি গড়িল । বিকচ কমল কেন কণ্টকিত করিল ? ডুবিলে অতল জলে প্রেম রত্ব অব মিলে, কারো ভাগ্যে মৃত্যু ফলে, কারো কলঙ্ক কেবল । বিদ্যুৎ প্রতিম প্রেম, দূর হতে মনোরম, দরশন অনুপম, পরশনে মৃত্যুফল । জীবন-কাননে হয়, প্রেম মৃগতৃষ্ণিকায়, যে জন পাইতে চায়, পাষণে সে চাহে জল, আজি যে করিবে প্রেম, মনে ভাবিয়ে হেম, বিচ্ছেদ অনলে ক্রমে, কালি হবে অশ্রুজল ॥ ट्रैिदिप्ले । এত আসা ভাল বাসা ভুলিলে কেমনে ? এই কালিন্দীর তীরে, এই কালিন্দীর নীরে, এই তরুতলে, এই নিবিড় কাননে। বসি এই শীলাতলে, এই নির্ঝরিণী কুলে, বলেছিলে কত কথা ভুলিলে কেমনে ? সিন্ধু-অtড়াঠেকা । জীবন না যায় রে । যায় দিন যায়, দিনমণি যায়, নিবিয়া নিবিয়া রে ॥ সাগর নীলিমে, বাড়ব অনল, মিশিয়া মিশিয়া রে। যায় দিন যায়, দেখিতে দেখিতে যায়, ছায়াতে মিশায় রে । সকলি ত যায়, কেবল দুখের জীবন না যায় রে৷ শিবনাথ শাস্ত্রী। ২৪-পরগণার অন্তর্গত জয়নগর মজিলপুর গ্রামে জন্ম । ইহঁর পিতার নাম—পণ্ডিত হ৭ানন্দ বিদlfमांशंद्र । डिमि ७षंब७ डौदिउ ठttछब ; ॐांहींद्र বয়ঃক্রম প্রায় ৮২ বৎসর। শিবনাথ, পিতার এক মাত্র সন্তান। কিন্তু সমাজ-ভাগে ব্ৰাহ্ম ধৰ্ম্ম গ্রহণ করিয়া, ইনি এখন সাধারণ ব্ৰাহ্ম সমাজের আচার্য্য মধ্যে পরিগণিত। ‘মেজ-বেী’ ‘নয়নতার। প্রভৃতি উপন্যাস এবং নির্বাসিতের বিলাপ প্রভৃতি কাব্য aनब्रटन ऐनि पत्र-नाशिङानमारब प्रशब्रिश्छि । ইনি সুবক্ত, জুলেখক ও সুপণ্ডিত । ०ाजिउ-अप्लि८ि%कl । রজনী প্রভাত হ’ল জাগিল জীব সকল । এবরে আর জাগিলে না সেই মুখ নিরমল ॥ বিষম বিষাদ ভরে, শূন্ত দেখি এ সংসারে, সম্পদ ঐশ্বৰ্য্য সুখ সকলি লাগে বিফল । বিহুঙ্গিনী শিশু লয়ে, ঘুমায় নিজ কুলায়ে, দুরন্ত নিষাদ যেন ধরিল তাহায় ; আজি এই পরিবার, কঁদিতেছে সে প্রকার, সস্তানের বক্ষে আজি বহিতেছে অশ্রুজ জল । তুমি পিতা জগৎপতি, জীবনে মরণে গতি, দেখা দাও কুপা করে শাস্ত কর শোকানল ৷ দেশমল্লার—ঝীপতাল । প্ৰভু যেন কভু সংসারে মজিয়ে তোমায় তুলিনে, চিরদিন সঙ্গী হয়ে থেক জীবনে ॥ তব দয়া কি বলিব, কিরূপে উপমা দিব, দেখালে কত যে কুপ বাধি দুজনে। শুভ ইচ্ছা সাধিবারে পাধিলে হে এ প্রকারে, চির দিন বেঁধে রেখ এই বন্ধনে । গ্ৰণয়ে প্রাণ জুড়াবে, মুখ ইচ্ছা দূরে যাবে, আপন পাসরি সুখী হব সেবনে । তব দাস-দাসী হ’ব, সাধু কাজে সদা রব, উভয়েরি এই ভিক্ষা তব চরণে ॥ ঝিঝিট—ইংfর । আজি এ শুভদিনে সব বান্ধবে, ডাকি হে প্রাণ খুলে সে দেব-দেবে। আশার কুসুম আজি দেখ হে ফুটিল ; প্রণয়ে প্রণয় ধারা আসিয়া মিশিল ; লই হে আজি বরি প্রণয়ী দু’জনে শুভ পরিণয়-পাশে বাধি হে যতনে । ধাচি সবে মিলি প্রসাদ তাহারি, বিরচে প্রেম-লীলা করুণা সঁহারি | বারোয়া--ঠংরি । IŲ আজ মনে আনন্দ অপার । আনন্দে আনন্দময়ে ডক একবার | আজি ভাই ভগ্নী মিলি, ডাকি সবে প্রাণ খুলি, মনের হরষে পুজি চরণ র্তাহার। א". &