পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল উড়ে। একত্তালা । তারে রেখ যতন করে। মুখের নিধি বুকের মাণিক মুখের অন্ন দিলাম তোরে। নয়নে নয়নে রেখো, সতত নিকটে থেকো, দেখো ধনি দেখো দেখে, হারাও না ম•ে চোরে | অtড়খেমৃট । নাভিনি, কই তবে আভাসে। যদি দেখবি নাগর মনোল্লাসে ॥ গোপনে দেখাব তারে, বাড়ীর কাছে, এনে খিড়কী নাছে, রথের পাশে। শুন ওলো ও রূপসি, সবুর কর একটা নিশি, দেখা দিবে শরৎশশী, আপনি আসি, দেখে আশ মিটালে মন আশে ॥ அந்தகர் কাওয়ালী । ওগো আই, কাজেতে তা যেন ভুল না। আমার সঙ্গে শুধু যেন কথার বেগুন ভেজোন ৷ মিষ্ট কথা বলে কয়ে, আকাশের চাদ হতে দিয়ে, কুমীরকে কলা দেখায়ে, শেষে ফঁকি দিও না। আড়খেম্টা। নবীন নাগর, রসের সাগর, ভুলবে কেন আমায়ু দেখে । প্রবীণ যারা দেখলে তারা, পলায় বসন দিয়ে মুণে ॥ তোমার মতন নবীন নারী, হতেম যদি ও সুন্দরি, নাগরের মন করে চুরি, কাল কাটাতাম মনের মুখে ॥ আড়াঠেকা । রূপের নাগর গুণের সাগর, আর কি তেমন আছে। তাহারি তুলনা তহরি কাছে। °4@ সেরূপ-তুলনা, ভুবনে মেলে না, দেখিলে সে ঠাম, জীয়ে মোর কাম, এত যে বয়স হয়েছে। মাসী বলে যেই, রক্ষে হেতুসেই, লজ্জাতে ধৰ্ম্ম রয়েছে। আড়খেম্টা। নাতনি, ঠাট শিখেছ ভাল। কথা শুনে তবু প্রাণ জুড়াল ॥ ঠাট কোরে কও ঠাটের কথা, যাব কোথ, ওলো নাতনি,— যাব কোথা আমায় বল ॥ কথাতে ভুলাব তোরে, একথা কও কেমন কোরে, হাসি পায় দুঃখ ধরে, শুনলে পবে, এ কথায় শিউরে উঠে লোমসকল। আড়খেম্টা। নাতনি, যাই তবে লে| বাসে। তুমি থেকে আমার আশর আশে। কাল তোমায়ু দেখাব নাগর, আনিয়ে ঐ রথের পাশে, পরিপাট চারু বেশে, থেকে তুমি নিজ বাসে, আশার মুসার হবে শেষে, দেখবে বসে, ওলো নাতনি-দেখবে বসে মন-আশে। অীড়ণে মূট। আই ক্ষণেক সবুর কর। লিখে দিব চিত্র-কাব্য, মোর মাথা খাও, ধর ধর । যে কৌশলে গুণমণি, লিখে দিছেন এই লিখনী, কবিবরের শিরোমণি, অনুমানি, বিচারে হইবেন বড় ॥ ভিওট । আই, ধর ধর আমার চিত্রকাব্য ধর । না বুঝে বলেছি দুটে। অপরাধ ক্ষমা কর । দুঃখিনীর অরে, যাও ত্বর করে, দও সেই গুণ-ধরে, আমার এই উত্তর।