পাতা:বাঙ্গালীর গান - দুর্গাদাস লাহিড়ী.pdf/৫০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রূপচাদ পক্ষী । বিদেশীর দেখে শিখে চাল, চাল বাড়ালে ইয়ং বেঙ্গল, পানীয় দোষে চক্ষু লাল, কালন্ত কুটিলা গতি ॥ পিলে যকৃৎ, অগ্রমাস, করো হচ্চে যক্ষাকাশ, মূত্ৰকুন্তু দম-শ্বাস, কচ্চে ক্ষয় আৰ্য্যজাতি । অত্যাচারে জন্মে রোগ, ভূগৃতে হয় কৰ্ম্ম ভোগ, ডাক্তারের বড় হযোগ, রোগীর থাকুলে সঙ্গতি । Wদি বৈদ্যতে চিকিৎসা করে,অল্পব্যয়ে রোগ সারে, সার্টফিকেট না পেলে পরে, ফফিট হয় বেতন পাতি ॥ বাণিজ্যে বসতে লক্ষ্মী,অনেক ইহার পাবে সাক্ষী, ছিল পালচৌধুরী দুলাল দুঃখী, হ’ল বিশ ক্রের পতি ॥ কহে কবি খগদাস, কেন হও ভাই পরের দাস, কৃষি রেখে কর চাস, দ্বারেতে বাধবে হাতী ॥ মিশ্র খাম্বাজ-একতালা। আধ্য জাতি, সুনীতি, বোঝেন হয়। পাশ্চাত্য শিক্ষার দীক্ষার দোষে, অবিদ্যা শিখায় ॥ আৰ্য্যকুল করিতে নিৰ্ম্মল, বেথুন করেছেন ইস্কুল শিক্ষার দোষে বালিকারকুল, সমুলে নিৰ্মূল প্রায়। করিয়ে বিদ্যা অভ্যাস, কেহ কবৃচে চারটে পাশ, গৃহস্থের হয় সৰ্ব্বনাশ, (যেন) কাচা বাশে ঘূর্ণ ধরায়। বিয়ে হয় পাশের জোরে, পড়েন যদি ধনীর ঘরে, মিলে যায় ধারে ধারে, রন্ধনশালার দায় এড়ায় ॥ কেতাব পড়া উল বোন, সময় থাকৃলে বাজায় পেয়ান, দশটার সময় হাজরে খানা, টিফিন হয় দুটো বেলায় । শতরঞ্চি মাদুর আদি, এ সব ব্যাভার করে মুদি, চাই ইঞ্জিং কোসেন কোঁচ গদি, বাদী চাই পদ-সেবায়। } 8০৯ সাধারণ গৃহস্থ ঘরে, পাশ করা মেয়ে এলে পরে,গৃহলক্ষ্মী পলায় ডরে অলক্ষ্মী মেমের শিক্ষায়। শাশুড়ি যদি হয় বুড়ী, দেখে হেসে মরে ছুড়ী, ছোয়না বাসন হাত বেড়ী, ফি ঘড়ী তেড়ী ফেরায় ॥ গিনী ডাকেন আদর করে, বেীম। এস রান্নাঘরে, বে বলে কাজ নাই পতিরে, বাপের ঘরে যেতে চায় । রং ময়লা কি কবৃীি গিন্নী, ওমা আগুন তাতে আমরা যাইনি, পাক ক’রিনে উল বুনি, বডি আঁটা জুতো পায়। অফিস হতে এলে পতি, দেখে বিরক্ত হ’য়ে আতি, তোমাদের অসভ্য নীতি, বে থাকে শাশুড়ীর সেবার। এ যে নাইfণ্টস্থ সেঞ্চুরি, স্বাধীনতার আদর ভর, এই দণ্ডে বিবাহ কে লাল করি, যাই চলে নিজ স্বেচ্ছায় ॥ তোমরা নিউস পেপার পড় নাই, পতির ত্যাগ কল্পে রুকূমাবাই, নূতন আইন হবে তাই । গোল বেধেছে ইণ্ডিয়ায়। ছলনা করে ননসেনস থিফ, কোরেচ ফলস কোর্টসিফ, দাওনা খেতে মটন ৰীফ, ডাল চাল জঞ্জল কেব| খায় ॥ কি সাধ্য বদ্ধ কর দেখি, ७ट्रे দণ্ডে ফ্রেওকে পত্র লিখি, চলে যাব চেপে পালকি, কার সাধ্য আমায় ফেরায়। বিবাহ করবো না, থাকৃব ফ্রি, কররো মিডওয়াইফগির, ডফরিণ স্কুলে শিখব ডাক্তারি, প্রাকটিস করবে। সব পড়ায় ॥