পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి গৌড়ের ইতিহাস । বংশীয় মহারাজ অজাতশত্রুর সময়, উত্তরাঞ্চলস্থ বিদেহ জাতির আক্রমণ নিবারণার্থ গঙ্গা ও শোণ নদীর সঙ্গমস্থলে পাটলীপুত্র নগর স্থাপিত হয়। এই নগরের কিছু উজানে গণ্ডকী ও সরযূ নদী গঙ্গায় পড়িয়াছে। ইহাতে এই নগর অচিরে বাণিজ্য শ্ৰীসম্পন্ন হইয়া ऍछेठेिग्नांझिल । বৌদ্ধযুগে শ্রমণদিগের অবস্থানের জন্য পৰ্ব্বতগাত্র খুদিয়, যে সকল বাসস্থান নিৰ্ম্মিত হয়, তৎসমুদয়কে বিহার বা চৈত্য বলিত । মগধে এইরূপ বহু বিহার নিৰ্ম্মিত হওয়ায়, দেশটির পরে বিহার নাম হয় । অজাতশত্রু অত্যন্ত পরাক্রমশালী রাজা ছিলেন । তিনি কুরু, পাঞ্চাল, কাশী, কোশল প্রভৃতি অধিকার করায়, মগধ একটি সাম্রাজ্য হইয়া দাড়ায়। দক্ষিণ-মজঃফরপুরে বৈশালী রাজ্য ছিল । রামায়ুণে বৈশালীর নাম পাওয়া যায় * । মজঃফরপুর জেলার হাজিপুর উপবিভাগের বেসাড় পরগণার প্রাচীন নাম বৈশালী। ইহা অল্পদিনের মধ্যেই মগধ-সাম্রাজ্যের অধীন হয় । নন্দ-বংশের রাজত্ব-কালে (৩২৭ পূঃ খৃঃ ) আলেকজাণ্ডার পঞ্জাব আক্রমণ করেন। আলেকজাণ্ডার এদেশ হইতে প্রস্থান করিলে, চন্দ্রগুপ্ত, মন্ত্রণাকুশল চাণক্যের সাহায্যে মগধসিংহাসন অধিকার করেন। র্তাহার সময়ে গ্রীক-রাজ সিলিউকস ভারতা ক্রমণ করিয়াছিলেন । ইনি চন্দ্রগুপ্তের নিকট পরাজিত হইয়া গ্রীকবিজিত কয়েকটি প্রদেশ ও

  • রামায়ণে আছে, কুশপ্লব নামক প্রকাও বনের স্থানে ইক্ষাকুবংশীয় বিশাল বিশাল বা বৈশালী পুরী নিৰ্ম্মাণ করেন । রামায়ণে বিশালার বিশাল, হেমচন্দ্র, হুচন্দ্র, ধূম্ৰাথ, স্বঞ্জয়, সহদেব, কুশাশ্ব, সোমদত্ত, কাকুৎস্থ ও স্বমতি এই দশজন রাজার নাম আছে। স্কমতি দশরথের সম-সাময়িক । প্রবাদ ছিল, কুশপ্লষের তপোবনে দিতিদেবী ৯৯ • বৎসর তপস্ত। করিয়াছিলেন । ( বtলকাগু ৪৭ শ অধ্যায় । )