পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । ○》・ লক্ষ চণ্ডাল মুসলমান হইয়া গিয়াছে। মহাভারতের সভাপৰ্ব্বে ভীমের দিগ্বিজয়-প্রসঙ্গে লিখিত আছে যে, ভীমসেন বঙ্গ তাম্রলিপ্ত কৰ্কট (মানভূম অঞ্চল) ও সুহ্ম জয় করিয়া সমুদ্রতীরবর্তী ম্লেচ্ছদিগকে পরাজিত করেন। এই ম্লেচ্ছগণ সম্ভবতঃ চণ্ডালজাতীয় লোক । মুন্দর বন, উপবঙ্গের অন্তর্গত। সাগর-সঙ্গম এক সময়ে সুন্দরবনের মধ্যে ছিল । পদ্মপুরাণে আছে,—গঙ্গাসাগর-সঙ্গম-প্রদেশে চন্দ্রবংশীয় সুষেণ নামক রাজা রাজত্ব করিতেন । ইহার নগরে দীপ্যন্তী নগরের রাজা গুণাকরের স্ত্রী, তালধ্বজ নগরের রাজকন্ত স্থলোচনা বীরবর নাম ধারণ পূর্বক পুরুষবেশে অবস্থান করিয়াছিলেন। প্রাগজ্যোতিষপুর বা কামরূপ। কামরূপের প্রাচীন নাম প্রাগজ্যোতিষপুর। পূৰ্ব্বকালে দিনাজপুর অঞ্চলকে জ্যোতিষ দেশ বলিত। তাহার পূর্বদিগবর্তী বলিয়৷ এই প্রদেশের নাম প্রাগজ্যোতিষপুর হইয়াছে আসাম বুরুঞ্জি মতে—মহীরঙ্গ নামক দানব কামরূপের প্রথম রাজা । মহীরঙ্গের পর চারিজন রাজা রাজত্ব করিলে, নরক রাজা হন । কালিকাপুরাণে আছে,—এক সময়ে জনকের বজ্ঞভূমি হইতে সীতাদেবী ও একটা বালকের উৎপত্তি হয়। জনক বালককে পালন করেন, ও তাহার নরক নাম রাখেন। নরক কামরূপের মুণ্ডিতমস্তক সুবর্ণস্তম্ভনিভ মদ্যমাংসপ্রিয় কিরাত জাতিকে পরাস্ত করিয়া দিক্করবাসিনীর সীমান্তে তাহাদিগকে নিৰ্ব্বাসিত করেন। করতোয় নদী পর্যন্ত সমুদয় স্থান নরকের অধিকৃত হয়। রামায়ণের সময় নরক কামরূপের রাজা ছিলেন। কিরাত জাতি তাড়িত হইয়া ললিত • বরাহ পুরাণে আছে, সিন্ধুৰীপ রাজার পুত্র বেত্ৰাস্বর, প্রাগজ্যোতিষপুরের রাজ। ছিলেন, তিনি ইক্সকে পরাজিত করেন। ইহা একটা রূপক বর্ণন বোধ হয়,--ইন্দ্রকে