পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8 গৌড়ের ইতিহাস । আহমজাতি হইতেই এই প্রদেশ আসাম আখ্যা পাইয়াছে। অপেক্ষাকৃত অপ্রাচীন গ্রন্থ গর্গসংহিতায় এই প্রদেশের আসীম নাম আছে। আমাদের অনুমান হয়, এই আসীম শব্দ হইতে আসাম নামের উৎপত্তি হইয়াছে, কেননা স স্থলেই হ হইয়া থাকে—কিন্তু হু হইতে সএর উৎপত্তি ভাষাতত্ত্বের নিয়মের বিরোধী । ব্রহ্মপুত্র এই রাজ্যের প্রকাগু নদ। রামায়ণে এই নদীর নাম নাই। মহাভারতে ব্ৰহ্মপুত্রের লৌহিত্য নাম দৃষ্ট হয় ।* কুৰ্ম্ম, মৎস্ত, ব্রহ্ম, ব্রহ্মবৈবৰ্ত্ত, গরুড় ও লিঙ্গপুরাণ এবং যোগিনী ত্রিপুরার্ণব প্রভৃতি তন্ত্রে ব্রহ্মপুত্র নামই দৃষ্ট হয়। আসামীদিগের ভিন্ন ভিন্ন পাৰ্ব্বতীয় জাতিদিগের ভাষায় ব্রহ্মপুত্রের ভিন্ন ভিন্ন নাম আছে। আসামে আর্য্যজাতির বসতি বিস্তারের সঙ্গে সঙ্গে অনার্য্য নামগুলি আর্য্যনামে পরিবৰ্ত্তিত হইয়াছে। যোগিনী তন্ত্রে প্রাগজ্যোতিষপুরের এইরূপ সীমা আছে—উত্তরসীমা কঞ্জগিরি, পশ্চিমে করতোয় নদী, পূৰ্ব্বে দিলু নদী, দক্ষিণে ব্রহ্মপুত্র ও লাক্ষাসঙ্গম কামরূপের সমস্ত উত্তরখণ্ডের নাম সেীমার খণ্ড। রঘুবংশে আছে—রঘু কামরূপ আক্রমণ করেন ; কাম রূপেশ্বর অজরাজের স্বয়ংবর-কালে বিদর্ভ নগরে উপস্থিত ছিলেন। অজের সহ তাহার সৌহৃদ্য ছিল। যাহা হউক, কালিদাসের সময়ে অর্থাৎ খৃষ্টীয়

  • বিশ্বামিত্রবংশীয়গণ যে দশ শাখায় বিভক্ত ছিলেন, তাহার এক শাখার নাম, BBB S BB DDS BBDDDB DBBDgg BBBBB BBB BB BBBBS কালিকাপুরাণ মতে, লোহিত সরোবর হইতে এই নদীর উদ্ভব হইয়াছে। পরশুরাম পৰ্ব্বত মধ্য পথ দিয়া ইহাকে ভারতে অবতারিত করেন। বেীদ্ধের বলেন, মঞ্জু ঘোষ, ব্ৰহ্মপুত্রকে সমতল ক্ষেত্রে অনিয়ন করেন ।

ব্ৰহ্মাওপুরাণে আছে, কৈলাস পৰ্ব্বতেধ দক্ষিণপূর্বদিকস্থ লোহিত পৰ্ব্বতের পাদদেশস্থ লোহিত সরোবর হইতে লৌহিত্য নদী নির্গত হইয়াছে। কুৰ্ম্মপুরাণে আছে, পুণ্ড রাজ্যের লোকে লোহিনী নদীর জল পান করে। লৌহিত্য নদীরই নাম লোহিনী। কালিকাপুরাণমতে লৌহিত্য ও ব্রহ্মপুত্র স্বতন্ত্র নদী।