পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। >>ማ উপরিকদিগের এক একটী অধিকরণ অর্থাৎ বিচারালয় ছিল, এবং তাহারা শীলমোহর ব্যবহার করিতেন । রাজ্যের স্থানে স্থানে সুবিচার-বিতরণের এবং শান্তিরক্ষার জন্ত উপরিকগণ নিযুক্ত হইতেন। তাহদের কার্য্যাবলী পরিদর্শন জষ্ঠ রাজধানীতে বৃহদুপরিকের কার্য্যালয় ছিল । নারায়ণ পালের তাম্রশাসনে গোদ, মাল, খস, হণ, কুলিক, কল্লাট, মেদ, অন্ধ ও চগুলিদিগের নাম আছে । ইহারা রাজ্য মধ্যে উপদ্রব করিয়া বেড়াইত। পূৰ্ব্ব হইতেই হণের এদেশে আসিয়া পড়িয়াছিল। গুপ্তসাম্রাজা হুণদিগের আক্রমণে বিধ্বস্ত হয়। হুণেরা ভারতবর্ষে ছড়াইয়া পড়ে। একজন হ্রণ রাজ বগুড়া জেলার মহাস্থানে রাজত্ব করিয়াছিলেন। যশোধৰ্ম্ম বিক্রমাদিত্য কর্তৃক করুর যুদ্ধে,পরাজিত হওয়ার পর, হুণেরা ছত্রভঙ্গ হইয়া নানাস্থানে উৎপাত করিয়া বেড়াইত। মঙ্গল বাড়ীর গরুড়স্তন্তে পাল রাজগণের মন্ত্রিগণের প্রশংসাবাদ বর্ণিত হইয়াছে। উক্তস্তম্ভের উৎকীর্ণ লিপিতে আছে, গৌড়েশ্বরগণ মিশ্র বংশীয় মন্ত্রি-গণের সাহায্যে হুণদিগের গৰ্ব্ব থৰ্ব্ব করিয়াছিলেন । পাল রাজগণ, ভ্রমণ কারী দলবদ্ধ হুণদিগের দর্পনাশ করিয়া, তাহাদিগের উৎপাত হইতে প্রজাগণকে রক্ষা করিয়াছিলেন । গোদ, মালব, খস, কুলিক, কল্লাট, মেদ ও অন্ধের বিষয় আমরা বিশেষরূপ অবগত নহি । বাঙ্গলায় উত্তর দিগবর্তী পাহাড়িয়াদিগকে বোধ হয় খস বলা হইয়াছে। ব্ৰহ্মাণ্ডপুরাণে অঙ্গ বঙ্গ প্রভৃতির সঙ্গে গোদ নামক একটী দেশ উল্লিখিত হইয়াছে। গোদের সেই দেশের লোক * অন্ধ ও অন্ধ, একই জাতি। যে অন্ধের মগধে রাজ্যস্থাপন করিয়াছিল, ইহারা বোধ হয়, তাহাদিগের হইতে পৃথক। চণ্ডালের দক্ষিণ ও পুৰ্ব্ব 鬱 * গোদজাতির নামানুসারে গোদাগড়ীর (গোদাগাড়ীর ) নাম হইয়াছে। গোদগাড়ীর নিকটবৰ্ত্তী প্রদেশে গোদ জাতির বাস ছিল বোধ হয় ।