পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b" গৌড়ের ইতিহাস । বিদেহ প্রাচীন কাল হইতে উত্তরাঞ্চলবাসী পাৰ্ব্বতীয়গণ কর্তৃক আক্রাস্ত হইত। মহারাজ অজাতশত্রুর সময়ে এই দেশে লিছিবি দিগের রাজ্য স্থাপিত হয়। তাহাদিগের রাজ্য কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল। প্রত্যেক অংশ এক প্রকার সাধারণতন্ত্র প্রণালীতে শাসিত হইত। বহিঃশত্রুর আক্রমণ-কালে সকলে মিলিত হইয়া প্রবল পরাক্রম প্রকাশ করিত। লিছিবিগণ বুদ্ধদেবের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিল। অজাত শক্র তাহাদিগের দেশ অধিকার করিবার জন্ত ছল ও বল প্রয়োগের ক্রটি করেন নাই—পরিশেষে কৃতকাৰ্য্যও হইয়াছিলেন। বহুদিন পরে এই রাজ্য হর্ষবৰ্দ্ধনের সাম্রাজ্যের অন্তর্গত হয়। হর্ষবৰ্দ্ধনের মৃত্যুর পর তদীয় অমাতা, চীন-রাজদূত ওয়াং-হিউএনসীর সঙ্গীদিগের প্রাণবধ করিলে, ওয়াং নেপালে পলায়ন করেন । তিব্বতরাজ চীন-সম্রাটের জামাত ছিলেন। তাহার সেনাগণ প্রতিহিংসা-সাধনের জন্ত ত্রিভূত নগর আক্রমণ করিয়া প্রায় দুই সহস্ৰ লোকের শিরশ্চেদ করে, ও দশ সহস্ৰ লোককে নদীতে ডুবাইয়া মারে। পাচশত আশিটি নগরের লোক হীনতা স্বীকার করিলে, এই দৌরাত্ম্য নিবারিত হয়। ইহার পর, বিদেহ কখনও কখনও নেপালের অধীন হইত, কখনও কখনও বা স্বাধীনতা ভোগ করিত। $ মগধ । ঋক্ সংহিতায় ইহার কীকট নাম আছে। ঋগ্‌বেদের ঐতরেয় আর ণ্যকে ইহার, বগধ নাম দৃষ্ট হয়। পূৰ্ব্বে দক্ষিণ বিহারকে মগধ বলিত। কেহ কেহ বলেন,—মগ অর্থাৎ শাকদ্বীপী ব্রাহ্মণদিগের উপনিবেশ স্থাপনের সময় হইতে কীকটের মগধ নাম হইয়াছে। এই মত ভ্ৰমায়ুক। কারণ মগ অর্থাৎ শাকদ্বীপী ব্রাহ্মণদিগের ভারতাগমনের বহু পূৰ্ব্বেই