পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। Y8 গঙ্গার উত্তর তীর হইতে ধলেশ্বরী পৰ্য্যন্ত বিস্তৃত ছিল। মধুপুরে ভগদত্ত নামক রাজা রাজত্ব করিতেন । তঁহার বংশ বা জাতি-পরিচয় অজ্ঞাত । ভগদত্তের প্রতিষ্ঠিত বারতীর্থে এখন ও মেলা হইয়া থাকে । পাল-রাজগণের অধীন রাজাদিগকে ভৌমিক রাজা বলিত । তাহাদের অধিকৃত স্থানের নাম ‘ভূম ছিল। পাল-রাজগণের অধীনে দ্বাদশ জন প্রসিদ্ধ ভৌমিক ছিলেন, তদবধি “বারভূঞা” নাম বাঙ্গলায় চলিয়া আসিতেছে । বাঙ্গলায় ভূম শব্দান্ত নিম্নলিখিত স্তানের নাম পাওয়া যায় ;– ১ । মল্লভূমি। (বিষ্ণুপুর অঞ্চল ) ২ । বীরভূম । ৩ । সেনভূম ( রাঢ়ের অন্তর্গত ইলিমবাজার অঞ্চল ) ৪ । গোপন্ডুম ( রাঢ়ের অন্তর্গত অাউস গ্রাম অঞ্চল ) । ৫ । শিখরভূম । ( রাণীগঞ্জের সমীপবৰ্ত্তী ) ৬। ধলভূম । ( মেদিনীপুরের ঘাটশিলা অঞ্চল ) ৭ । বরাহভূম । ( মানভূমের দক্ষিণ-প্রদেশ ) ৮ । সিংহভূম। 够 ৯ । বরদাভূম । ( মেদিনীপুরের বরদা পরগণা ) ১• । ব্রাহ্মণভূম । ( চন্দ্রকোণার দক্ষিণ অঞ্চল ) ১১ । বঙ্গভূম । সম্ভবতঃ এই সকল ভূখণ্ডে পাল-বংশীয় রাজগণের অধীনতায় প্রাদেশিক শাসনকৰ্ত্ত ছিলেন । খৃষ্টীয় দশম শতাব্দীতে পাণ্ড দাস নামক রাজা দক্ষিণরাঢ়ে ভূরস্কট নামক স্থানে রাজত্ব করিতেন। এই রাজ্যকে ভূরিশ্ৰেষ্ঠ অথবা ভূরিস্তষ্টি বলিত। বর্তমান হুগলী জেলার আমতা গ্রামের নিকট পেড়ো-বসন্তপুর। হইতে হুগলী জেলার পেড়ে পর্য্যস্ত ভূরিশ্রেষ্ঠ রাজা বিস্তৃত ছিল। এই