পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায় । 8 স্থানে আপন বাসস্থান মনোনীত করেন (৯৪• শাক ) । কনোজরাজ্য হইতে সমাগত ব্রাহ্মণের পাশ্চাত্য বৈদিক নামে খ্যাত । হরিবল্মী হিন্দুধৰ্ম্মের উৎসাহদাতা এবং জৈন ও বৌদ্ধদিগের “শৰ্ম্মসংমৰ্দ্দনকারী” ছিলেন। ভবভূমি বার্তায় লিখিত আছে যে, হরিবল্মা নাগেন্দ্রপত্তনাদি জয় করিয়াছিলেন, এবং জননীর বারাণসী গমন পূৰ্ব্বক, বিশ্বেশ্বর পাদপদ্ম দর্শনেচ্ছ শ্রবণ করিয়া, তাহার স্বচ্ছন্দ গমনের জন্ত একটি সুপ্রশস্ত বত্ম নিৰ্ম্মাণ করিয়াছিলেন। কোথা হইতে কতদূর পর্য্যস্ত এই বক্স" নিৰ্ম্মিত হইয়াছিল, তাহার কোন উল্লেখ নাই । হরিবম্মদেব ১০৫৬, খৃষ্টাব্দ পর্য্যন্ত রাজত্ব করেন। হরিবল্ম দেব অসাধারণ পরাক্রমশালী ছিলেন । দক্ষিণাপথাধীশ্বর দিগ বিজয়ী জৈন রাজা রাজেন্দ্র চোল গৌড় বঙ্গ রাঢ় ও দণ্ডভূক্তিকা জয় করিতে এই সময়ে আগমন করেন। তিনি পূৰ্ব্ববঙ্গে গোবিন্দচন্দ্রকে পরাজিত করিলেও, হরিবল্মদেবকে পরাজিত করিতে পারেন নাই । শু্যামলবৰ্ম্ম । বিক্রমপুরে খামলবৰ্ম্ম নামে অন্য এক রাজার নাম পাওয়া যায়। তাহার সময়েও বহু ব্রাহ্মণ কনোজ ত্যাগ করিয়া বঙ্গে আগমন করেন (১০০১ শকাব্দ ) । তাহারা পূৰ্ব্বাগত ব্রাহ্মণগণের আত্মীয় স্বজন ছিলেন । র্তাহাদিগের মধ্যে যশোধর মিশ্র প্রধান পণ্ডিত ছিলেন । কথিত আছে, রাজ-প্রাসাদোপরি এক গৃধ্র পতিত হয়। গৃঞ্জ-পতন-দোষের শাস্তি জন্য যশোধর মিশ্র শু্যামল বৰ্ম্ম-কর্তৃক বিক্রমপুরে আহূত হন। স্যামল বৰ্ম্মার পিতামহের নাম ত্রিবিক্রম, পিতার নাম বিজয় সেন, মাতার নাম মালতী ও জ্যেষ্ঠভ্রাতার নাম মল্লবর্ঘ। রাজা ত্রিবিক্রম স্বর্ণরেখা নদীর তীরবর্তী কাশীপুরীর রাজা ছিলেন। বিজয়সেনের মৃত্যুর পর