পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮২ গৌড়ের ইতিহাস । ক্ষঞ্জিয় বৌদ্ধদের অনেকে হিন্দু হইতে থাকেন। যাহার প্রথমে হিন্দু আচার অবলম্বন করিয়াছিলেন, তাহাদের মধ্যে গুণবান ব্যক্তিগণ পূৰ্ব্বজাতি প্রাপ্ত হইয়াছিলেন ; সুচতুর ব্রাহ্মণের তাহাদের অনাদর করেন নাই। যাহারা পরে হিন্দু হইয়াছিলেন, তাহারা আপনাদের পূৰ্ব্বজাতি অপেক্ষা নীচভাবে সমাজে পরিগৃহীত হইলেন। বৌদ্ধরাজত্বকালে ইহাদের অনেক চিকিৎসা-ব্যবসায় ছিল,—পুনরায় হিন্দু হইয়া সেই ব্যবসায় পরিত্যাগ করেন নাই। ইহাদের মধ্যে সংস্কৃত ভাষার বিশেষ চর্চা ছিল, সে চর্চা অব্যাহত থাকিল । আমার বিশ্বাস ইহারাই বর্তমান কালের বৈদ্যজাতি । বল্লালসেন নিজে বিদ্বান ও বিদ্যার উৎসাহদাতা ছিলেন। তাহার রচিত “দানসাগর” ও “অদ্ভুতসাগর” অতি বিখ্যাত গ্রন্থ। “দানসাগর” গ্রন্থে বংশের এইরূপ পরিচয় দিয়াছেন ;– “দুন্দোভিশ্চৈকবন্ধশ্রতিনিয়মগুরুক্ষত্রচারিত্রচর্য্যা মৰ্য্যাদাগোত্রশৈলঃ কলিচকিতসদাচারসঞ্চারসীমা । সদবুত্তস্বচ্ছবত্মেজিলপুরুষগুণাচ্ছিন্ন সন্তান ধারা বন্দৈমুক্তামমরী নিরগমদবনেভূষণং সেনবংশঃ ” এই অবনিভূষণ সেন-বংশে জঙ্গল কল্পদ্রুমহেমন্তসেন জন্মগ্রহণ করেন , তাহার পর বিজয়সেনের জন্ম হয়। অনিরুদ্ধ ভট্ট বল্লালের গুরু ছিলেন । তাহার সম্বন্ধে “দানসাগরের” শ্লোক এই – “বেদার্থস্মৃতি সঙ্কলাদিপুরুষঃ শ্লাঘো বরেন্দ্ৰীতলে নিস্তম্রোজ্জলধীবিলাস নয়নঃ সারস্বতত্ৰ্যম্বকঃ । ষটকৰ্ম্মার্থবদায্যশীলমলয়ঃ প্রখ্যাতসত্যব্রতে। (জম্ভারে) বুত্রাবেরিব গীম্পতিনরপতেরস্তানি রুদ্ধে গুরুঃ ॥” ইন্দ্রের বৃহস্পতির স্তায় প্রখ্যাতসত্যব্রত অনিরুদ্ধ, রাজার গুরু