পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»ዓb” cशोप्प्लग्न इंठिझ्न । ৬। নদী—মেদিনীপুর জেলায় জেলার সাটুই গ্রাম। অবস্থিত । ৯ । দারি । ৭ । সিদ্ধল—কাটোয়া মহকুমার ১০ । শেয়ারি-বীরভূম জেলার সিধল গ্রাম । প্রধান নগর শিউড়ি ৮। সাণ্ডে (সাটো-মুর্শিদাবাদ ১১। নায়ি আশ্চর্য্যের বিষয় এই যে, রাঢ়ীয় ও বারেন্দ্র ব্রাহ্মণদিগকে যে সকল গ্রাম প্রদত্ত হইয়াছিল, তাহ বৰ্ত্তমান চব্বিশ পরগণা, নদীয়া, খুলনা, যশোর, ফরিদপুর, বাখরগঞ্জ, নোয়াখালি প্রভৃতি কোন জেলায় অবস্থিত নহে । ইহাতে বোধ হয়, তৎকালে এই সকল জেলা শিষ্ট্রনিবাসের যোগ্য হয় নাই । আদিশূরের সময় ব্রাহ্মণদের সঙ্গে যে পাঁচজন কায়স্থ আসিয়াছিলেন, বল্লাল সেন তাহাদের বংশীয়দের মধ্যে গুণবানদিগকে কৌলীন্তমৰ্য্যাদা দান করেন । এ সম্বন্ধে কুলজীগ্রন্থে নানা কথা আছে । কুলজীগ্রন্থ ক্রমশঃ পূর্ণতালাভ করিয়াছে ; যাহার বংশের যে তি ছিল, কুলজীগ্রন্থ দ্বারা তাহার পূরণ হইয়াছে। বিরাট গুহের বংশধর নারায়ণের পুত্র দশরথ, বল্লালের নিকট কৌলীন্ত পান। কাশীনাথ বসুর দক্ষিণরাঢ়ীয় কুলজীগ্রন্থে আছে, দত্তদের বীজ-পুরুষ পুরুষোত্তম দত্ত, কাঞ্চীপুর হইতে বিজয় মহারাজের ( বোধ হয় বিজয়সেনের ) রাজ্যে আসিয়াছিলেন । অতএব পাচজন কায়স্থ যে ব্রাহ্মণদের সঙ্গে আসিয়াছিলেন, এ বিষয়ে সকলে একমত নন। বল্লালের সময় এদেশে একটা সামাজিক যুগান্তর উপস্থিত হয়। তখন শৈব, বৌদ্ধ, বৈষ্ণব ও তান্ত্রিক মত লইয়া দেশ তোলপাড় হইতেছিল। শক্তিসক্ষম তন্ত্রপাঠে বোধ হয় এই সকল মতের সামঞ্জস্ত সম্পাদনের জন্য তন্ত্ৰ মতের স্বষ্টি হয়। বাঙ্গালার যে সকল জাতি জাতি-মর্যাদার হীন,