পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ের ইতিহাস । جسرة উত্তরবঙ্গ বহুবার উত্তরাঞ্চলবাসীদের কর্তৃক আক্রান্ত হইয়াছিল ; দেশ রক্ষার্থ তজ্জন্ত বহু দুর্গ নিৰ্ম্মিত হইয়াছিল। দুর্গমূলরক্ষা ও জলপ্লাবন হইতে দেশরক্ষার জন্য বহুবিস্তৃত মৃং প্রাচীর নিৰ্ম্মিত হইয়াছিল। লোকে উহাকে জাঙ্গাল বলিয়া থাকে। মহাস্থান গড়ে একটী দুর্গ ছিল । পুনর্ভবাতীরস্থ দেবকোট প্রসিদ্ধ নগর ছিল । * দেবহুতি নামক রাজা এই নগর স্থাপন করেন। এখানে এক জন সামস্ত রাজা রাজত্ব করিতেন । সম্ভবতঃ পূরবংশ কায়স্থ জাতির সহিত মিশিয়া গিয়াছেন। খৃষ্টীয় প্রথম শতাব্দীতে কোন অজ্ঞাতনামা গ্রীকবণিক আরব্যসমুদ্রবহির্বাণিজ্য-বিবরণ নামক গ্রন্থ লিপিবদ্ধ করিয়াছেন । এই বিবরণ ইংরাজীতে পেরিপ্লস অবদি ইরিথ্রিয়ান নামে অনুবাদিত হইয়াছে। খৃষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে টলেমী তাহার ভূবৃত্তান্ত লেখেন। উক্ত গ্রীক বণিকের বিবরণে ও টলেমীর গ্রন্থে কিরাদিয়া নামক প্রদেশের ও গাঙ্গি নামক সামুদ্রিক বন্দরের উল্লেখ আছে। কিরাদিয়া বোধহয়, করতোয়ার নিকটবৰ্ত্তা রঙ্গপুর + ও তন্নিকটবৰ্ত্তী স্থান। কিরাত জাতির কি করতোয়া নদীর নামানুসারে কিরাদিয়া নাম হইয়াছে, তাহ নিশ্চয় করা কঠিন । করতোয় নাম সম্ভবতঃ কিরাত জাতির নাম হইতে উৎপন্ন হইয়াছে। পুরাণে আছে, গৌরী-বিবাহ-কালে হরকরবিগলিত-তোয় হইতে করতোয় জন্মিয়াছে, উহা যে কাল্পনিক গল্পমাত্র, তাহ বলা বাহুল্য। উক্ত পেরিয়ুস গ্রন্থে লিখিত আছে—কিরাদিয়া প্রদেশে প্রচুর তেজপত্র উৎপন্ন হয় । উহা গঙ্গা বাহিয়া gাম্রলিপ্তিতে ও তাম্রলিপ্ত হইতে ইউরোপে প্রেরিত হয় । এই প্রদেশের সীমান্ত ভাগে প্রতি

  1. rদবকোটের প্রাচীন নাম কোটিবর্গ ও উমাবন (ত্রিকাও শেষ ও গরুড়পুরাণ)। S BBB DDD DDD DB BBD DD BBBS DDD DDD DBHHBBD नूब wश यूख हड़ेब्रा ब्रत्रशूद्र मांभ श्ब्रांtझ् ।