পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ের ইতিহাস । به پایالا ওদন্তপুর আক্রমণ করিতে গিয়া মণিপুরনামক স্থানে কয়েকবার পরাজিত হন। সুবর্ণ বণিক্‌ জাতীয় বল্লভানন্দের নিকট পূৰ্ব্বে এক কোটি মুদ্র ঋণ গ্রহণ করেন * তাহা পরিশোধ করিতে চেষ্টা না করিয়া, ওদন্তপুর পুনরাক্রমণের উদ্যোগ করিবার জন্ত পুনরায় বল্লভানন্দের নিকট দেড় কোটি স্বর্ণমুদ্র ঋণ চান। বল্লভানন্দ ঋণদানে অস্বীকৃত হন, এবং রাজার অপব্যয়ের জন্ত অসুযোগ করেন । রাজা পুনরায় তাহাকে অর্থ দিতে বলায়, তিনি বলেন, ঋণপরিশোধযাবৎ হরিকেলী-বিষয় তাহার অধিকারে রাখিতে হইবে, তাহা হইলে তিনি ঋণ দিতে পারেন। হরিকেলী, বোধ হয়, বঙ্গ প্রদেশের অন্তর্গত হইবে । হেমচন্দ্র বঙ্গদেশকেই হরিকেলী বলিয়াছেন ; হরিকেল একটা বড় পরগণা না হইলে এইরূপ বলতেন না। বল্লাল, বল্লভানন্দের প্রস্তাবে অত্যন্ত ক্রুদ্ধ হন । কথিত আছে, বল্লাল, সুবর্ণবণিকৃদিগকে অবমানিত করার জন্ত, একটা যজ্ঞানুষ্ঠান করেন । এই যজ্ঞে সমুদয় জাতি নিমন্ত্রিত হয় । এই যজ্ঞীয় সভায় সুবর্ণবণিকৃদিগের জন্য শূদ্রাসন প্রদত্ত হইলে, তাহারা নিতান্ত বিরক্ত হইয়া সেইস্থান ত্যাগ করেন। এই সংবাদ শুনিয়া, বল্লাল, সুবর্ণবণিকৃদিগকে শূদ্র বলিয়া প্রচার করেন। বল্লাল, সুবর্ণবণিকৃদিগকে পালরাজগণের পক্ষাবলম্বী বলিয়া মনে করিতেন। এই কাহিনী কতদূর সত্য বলিতে পারি না । প্রাচীন বাঙ্গালা সাহিত্যের কোন স্থানে সুবর্ণবণিক্দিগের তাদৃশ ঐশ্বৰ্য্যবৰ্ত্তার কথা পাওয়া যায় নাই,—বরং গন্ধবণিক্দিগের ঐশ্বর্ঘ্যের কথা অনেক স্থলে উল্লিখিত হইয়াছে। আবার যুগীরা বলেন, তাহারা যোগিগণের বংশজাত, বল্লালের জন্যই র্তাহাদের বর্তমান দুর্দশা হইয়াছে। এখন যেমন সৰ্ব্ববর্ণের লোক {

  • वल्लङांनष्माग्न cषांलएक:ि फेंकांग्न विनग्न कृित्वा ।