পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায় । >S)> “তন্ন-দনশ্চন্দন-বারিহারি-কীৰ্ত্তি-প্রজানন্দিত-বিশ্বগীতঃ । শ্ৰীমান মহীপাল ইতি দ্বিতীয়ে দ্বিজেশমৌলিঃ শিববদবভূব ।” দিনাজপুরের মহীপাল দীঘি ইনি খনন করান । দিনাজপুরের ও রঙ্গপুরের বহুসংখ্যক গ্রাম ও সরোবর মহীপাল কর্তৃক প্রতিষ্ঠিত। রঙ্গপুর অঞ্চলে অল্পকাল রাজত্বের পর মহীপালের সন্ন্যাসধৰ্ম্ম গ্রহণের প্রবাদ প্রচলিত আছে । ত্রয়োদশ রাজা—শূরপাল দেব । ১০৭৮ খৃঃ–১৯৯১ খৃঃ । দ্বিতীয় মহীপালের পর, তাহার ভ্রাতা শূরপাল দেব সিংহাসনে আরোহণ করেন। শুরপাল অত্যন্ত সাহসী ছিলেন। যদিও বিলাসী ছিলেন, তথাপি র্তাহার প্রতাপে শত্রুগণ ভীত ছিলেন । মদনপালের তাম্রশাসনে আছে – “তস্তাভূদনুজো মহেন্দ্রপ্রতিমাকন্দঃ প্রতাপশ্রিয়া নেকঃ সাহসসারথিগুণময়ঃ শ্ৰীশূরপালো নৃপঃ। যঃ স্বচ্ছন্দনিসর্গবিভ্রমভরান বিভ্রৎস্বসৰ্ব্বায়ুধপ্রাগলভোন মনঃস্থ বিস্ময়ভয়ং সদ্যঃস্থতান দ্বিষাং ” ইহার রাজত্বের ত্রয়োদশ বর্ষে উৎকীর্ণ শিলালিপি পাওয়া গিয়াছে। চতুর্দশ রাজা—রামপাল দেব। ১০৯১ খৃঃ—১১ •৩ খৃঃ । শূৰ্বপালের পর তাহার সহোদর রামপাল দেব রাজা হন। বোধ হয়, রামপাল সকল ভ্রাতার অপেক্ষা পিতার বিশেষ প্রিয়পাত্র ছিলেন । রামপালের সম্বন্ধে মদনপালের তাম্রশাসনে আছে ;~~