পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায় । ১৩৫ দেবপাড়ার শিলাফলকে আছে—বিজয়পেন গোঁড়াধিপতিকে আক্রমণ করিবার নিমিত্ত র্তাহার পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইয়াছিলেন এবং কামরূপের রাজাকে বিদূরিত করিয়াছিলেন। যথা – “গৌড়েশ্রমদ্রবদপাকুত-কামরূপ ভূপং কলিঙ্গমপি যন্তরস জিগায় ।” ষোড়শ রাজা—গোপালদেব (তৃতীয় )। ১১১৪ খৃঃ—১১১৫ খৃঃ । কুমারপালের পর, তৎপুত্র গোপালদেব গৌড়-রাজ-সিংহাসনে অধিষ্ঠিত হন । ইহার সম্বন্ধে মদনপালের তাম্রশাসনে আছে, গোপালদেব শৈশবকালেই কীৰ্ত্তিলাভ করিয়াছিলেন । সম্ভবতঃ বিলাসী পিতার রাজ্য পুত্রকর্তৃক পরিচালিত হইত। মূল শ্লোক এই – “প্রত্যর্থিপ্রমদাকদম্বকশিরঃ সিন্দূৰ্বলোপক্রম ক্রীড়াপাটলপাণিরেষ স্থযুবে গোপালমূৰীভূজ । ধাত্রী-পালন জুস্তমণিমহিমাকপূরপাংশৃৎকরৈদেবঃ কীৰ্ত্তিময়ৈনিজৈর্বিতন্ত্রতে যং শৈশবে ক্রীড়িতঃ ॥ গোপালদেব শক্র-প্রমদাগণের সিদূরবিন্দু লোপ করিয়া পাটলপাণি হইয়াছিলেন । সপ্তদশ রাজ!—মদনপাল দেব । ১১১৫ খৃঃ—১১৩০ খৃঃ । গোপালদেবের পর তাহার পিতৃব্য, মদনপাল দেব রাজা হন । মদনপাল রামপালের পুত্র ছিলেন। গোপালের পুত্রসন্তান হওয়ার কোন উল্লেখ নাই। দিনাজপুর প্রদেশে মদনপালদেবের তাম্রশাসন পাওয়া