পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बर्छ अशाग्न । SOH এই শ্লোকের মতে রামপাল ৯৭৭ শাকে (১০৫৫ খৃষ্টাব্দে) পরলোক -গমন করেন ৷ * ঢাকা জেলায় রাজা রামপালের একটা প্রকাও দীঘি আছে। উহা উত্তর-দক্ষিণে ১২•• হস্ত এবং পূৰ্ব্ব-পশ্চিমে ৫৩৪ হস্ত বিস্তৃত। রামপাল রামাবতী ও রামপাল নগর স্থাপন করেন। কেহ কেহ বলেন, রামাবতী সমতট রাজ্যের প্রাচীন রাজধানী ছিল । রামপাল তাহার নাম পরিবর্তন করিয়া স্বনামে তাহার নাম রামপাল রাখেন । কিন্তু আমাদের বিশ্বাস —রামাবতী পূর্ণিয়া জেলার গঙ্গাতীরস্থ কোন স্থান হইবে। মুন্দরবনের সমীপে রামপাল নামক একটী স্থান আছে । বিহারে রামপালের রাজত্বের দ্বিতীয় বর্ষেব ও চণ্ডীমাউতে তাহার রাজত্বের দ্বাদশবর্ষের একখানি তাম্রশাসন পাওয়া গিয়াছে । “রামপালচরিত” নামক একখানি কাব্যে রামপালের চরিতমালা গ্রথিত হইয়াছে ! উহা নেপালে পাওয়া গিয়াছে । রামপাল মিথিলার রাজা ভীমকে যুদ্ধে বিনষ্ট করেন। । রামপালের মন্ত্রীর নাম যোগদেব। রামপালের রাজত্বকালে বৌদ্ধতান্ত্রিক কালবিরূপ ত্রিপুরায় গমন করিয়া তথাকার রাজাকে, তান্ত্রিক বৌদ্ধধৰ্ম্মে দীক্ষিত করেন। কালবিরূপ বৌদ্ধধতি ধৰ্ম্মপালের শিষ্য ছিলেন । রামপাল পরম ধাৰ্ম্মিক ও সুবিচারক ছিলেন । র্তাহার পুত্র যক্ষপাল এক পও শুন যায়, মালদহ জেলার গঙ্গাতীরবত্তী বৰ্ত্তমান কানসাটে (কাংস্যহট্টে) গঙ্গাতীরে রামপাল দেহ ত্যাগ করেন । বিজয়সেনেব কুটার সেখানে ছিল । কেহ কেহ অনুমান করেন, এই শ্লোকের প্রথম চরণের প্রকৃত পাঠ-শাকে যুগ্ম করেণুরন্ধ গণিতে কস্তাং গতে ভাস্করে হইবে । এই পাঠ প্রকৃত হইলে, রামপাল ৯৮৮ শ} ক পরলেকি গমন করেন । + কামরূপাধিপতি বৈদ্যদেবের তাম্রশাসন ।