পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ܝ ܥ .. . আরেকট-অবরোধ । NOVO ফেলিলেন । তথায় তাহার সৈন্য সকল যথাযথারূপে সুসজ্জিত হইয়া গৃহাভিমুখে অগ্রসর হয়। এই সময় ধ্ৰু , শক্রপক্ষের এক জন সিপাহী গবাক্ষমধ্য হইতে ية 苓, ক্লাইবকে লক্ষ্য করিয়া গুলি ছুড়িবার উপক্রম করিতেছিল। ক্লাইবের সহচর ট্রেনউইথ তাহ। দেখিতে পাইয়া, ক্লাইবকে টানিয়া লইলেন ; কিন্তু সিপাহী তদণ্ডেই লক্ষ্য পরিবর্তন করিয়া ট্রেনউইথের প্রতি গুলি নিক্ষেপ করে তাহাতেই ট্রেনউইথের মৃত্যু হয়। এই সংঘর্ষণে ইংরেজ পক্ষে পুনের জন ইউরোপীয় হত হয় ; তন্মধ্যে ট্রেনউইথ অন্যতম । লেপ্টেনাণ্ট রেভেল ও আরও ষোল জন আহত হইয়াছিল । পর দিন মর্ত্তেজ আলি, ভেলোর দুর্গ হইতে দুই সহস্ৰ সৈন্য লইয়া রাজা সাহেবের সৈন্যের সহিত মিলিত হয়। এই সব সৈন্য দুর্গাভিমুখের পথসমূহ আক্রমণ করিয়া বসিল । ক্লাইবা এইবার বুঝিলেন, বহু দিন ধরিয়া অবরুদ্ধ থাকিতে হইবে ; কিন্তু সেই আবাল্য-দুৰ্দম, বীর বিচলিত হইলেন না । ক্রমে কিন্তু অবস্থা শোচনীয় হইল । ষাট দিনের মাত্র আহার ছিল । আট জন অফিসরের মধ্যে 赛 t . . - . .