পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8 ইংরেজের জয় । ফরাসি রাজী হইয়াছিলেন বটে ; কিন্তু ইংরেজকে কলিকাতা পরিত্যাগ করিয়া, চন্দনগরে যাইয়া বাস s করিতে বলিয়াছিলেন । এ প্রস্তাবে অবশ্য ইংরেজ সম্মত হন নাই। এই সময় নবাব ও ওলন্দাজ । এবং ফরাসির নিকট সাহায্য চাহিয়াছিলেন ; কিন্তু । সাহায্য পান নাই। নবাব মনে মনে অত্যন্ত অসন্তুষ্ট হইয়াছিলেন বটে ; কিন্তু অসন্তোষ কার্য্যে ! প্রকাশ করেন নাই। তিনি বুঝিয়াছিলেন, ও । সময়ে ভঁাহাদের সহিত বিবাদ বাধাইলে তাহারী । * ইংরেজের সঙ্গে যোগ দিবে। তাহা হইলে, অনর্থ । \ T ঘোরতর ঘনীভূত হইয়া উঠিবে। সিরাজুদ্দৌলার

  1. ইহা অবস্থাভিজ্ঞতা ও দূরদর্শিতার পরিচয়।

সিরাজুদ্দৌলা ৯ই - জুন সসৈন্য কলিকাতা অভিমুখে যাত্রা করেন। ১৫ই জুন সকল সৈন্ম হুগলীতে আসিয়া উপস্থিত হয়। ইহার পূর্বে ৯৭ জুন তারিখে কলিকাতায় উমিচাঁদের ভবনে এ ভয়ানক অনর্থ সংঘটিত হইয়াছিল। নবাবের গুপ্তচরের অধ্যক্ষ উমিচাদকে একখানি পত্র পাঠাইয়াছিলেন । তাহাতে উমিচান্দকে সাবধান হইবার আভাস দেওয়া হইয়াছিল । তাহার