পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

で 2 Ry ইংরেজের জয় । তাহারা যুদ্ধাস্ত্র পরিত্যাগ করিয়া শৈলা শ্রয়ে পলায়ন করিল। ক্লাইব সসৈন্য দুর্গে প্রত্যাগমন করেন। ৬ই সেপ্টেম্বর আবার প্রায় দুই সহস্ৰ শত্রুসৈন্য টীমারীতে একটী কাননের নিকট আসিয়া উপস্থিত হয়। এই কাননের চারিদিক খাতে ও বঁধে বেষ্টিত । ছিল। সম্মুখে প্রায় একহস্ত দূরে একটী পুষ্করিণী ছিল। এই পুষ্করিণীর চারি দিকে উচ্চতর বঁাধের বেষ্টন ছিল। পঙ্কোদ্ধার-বিহনে পুরাকালের এই পুষ্করিণী শুকাইয়া প্রায় মজিয়া গিয়াছিল। ক্লাইব সসৈন্য তাহাদিগকে আক্রমণ করিতে অগ্রসর হন ; কিন্তু শত্রুপক্ষের গোলার আঘাতে তাহার তিনটী ইউরোপীয় সৈন্য আহত হয় । ক্লাইব দুর্ঘটনায় বিচলিত না হইয়া আতি তীব্র বেগে শত্রুবিপক্ষে অগ্রসর হইতে লাগিলেন । সে দুৰ্দমনীয় তেজ সহা করিতে না পারিয়া শত্রুগণ পুষ্করিণীর পার্শ্বে গিয়া আশ্রয় লইল । তাহারা পুষ্করিণীর পাড়ের উপরে কামান রাখিয়া গোল বর্ষণ করিতে লাগিল। পাড়ের নিহ্মে দেহ অদৃশ্য ; কিন্তু উপর হইতে গোলা প্রধাবিত ; সুতরাং ইংরেজের গোলা ব্যর্থ হইতেছে ; শত্রুর গোলায়