পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a. . 罗i à brs. ইংরেজের জয় । দিতে স্বীকার করিলেন। রক্ষী চলিয়া গেল ; কিন্তু ফিরিয়া আসিয়া বলিল,—“হইবার যো নাই ; নবাব ৷ ঘুমাইতেছেন ; তঁাহাকে কে জাগাইবে, বল ?” ক্রমে যাতনা বাড়িল! ঘর্ম্মের স্রোত ছুটিল! * পিপাসায় ছাতি ফাটিল ! শ্বাস প্রশ্বাস রুদ্ধপ্রায় । হইল! সকলে দেহের বস্ত্র খুলিয়া ফেলিল ! টুপি ফেলিয়া দিল ! পিপাসায় জ্ঞানশূন্য ! বেদনায় ঘোর আর্ত্তনাদ । আবিরাম ঘর্ম্মনিঃসরণে একান্ত বলক্ষয়ে । অনেকেই পড়িয়া গেল ! দণ্ডায়মান ব্যক্তিবর্গের কঠোর পদচালনে তাহারা প্রাণত্যাগ করিল ! কেবল আর্ত্তনাদ। —“জলি ! জল !” জমাদার কয়েক “মসক” জল আনাইয়া জানালার নিকট ধরিল ! সকলেই । “ত্রাহি” “ত্রাহি” শব্দে ‘জানালার নিকট অগ্রসর হইতে লাগিল। জলে কিন্তু যাতনা বাড়িল ! সকলেরই চেষ্টা অগ্রে জল খাইবে। যে বলবান, সে দুর্ব্বলকে ঠেলিয়া জল খাইতে অগ্রসর হইল । দুর্বল পড়িয়া প্রাণত্যাগ করিল ! জানালার নিকট “T থাকিয়া, কেহ কেহ টুপিতে করিয়া জল লইয়া, পশ্চাদ্বতী লোককে দিল ; কিন্তু তাহাতে তৃষ্ণ মিটিল না। পিপাসায় বিষম বিকার । রক্ষিগণ