পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আরেকট-অবরোধ। VOS ক্লান্তিদূরীকরণার্থ নিদ্রা যান ; কিন্তু বলিয়া রাখেন, কৈান বিপদ-বিস্ত্র উপস্থিত হইলেই আমাকে যেন it is ”জাগরিত করা হয়। ঐ। এই সময় মহারাষ্ট্র সৈন্য আসিয়া উপস্থিত হয়; কিন্তু রাজা-সাহেবের সৈন্য-বুঢ়হে আরকটি দুর্গ এমনই সুদৃঢ় এবং সুসম্বদ্ধভাবে বেষ্টিত হইয়াছিল যে, মহারাষ্ট্র সৈন্য কিছুতেই সেই দুর্ভেদ্য বৃত্যুহ ভেদ করিয়া দুৰ্গমধ্যে ক্লাইবের সহিত মিশিতে পারিল না। পরন্তু ১৪ই নবেম্বর প্রাতঃকালে চাদ সাহেবের * সেনানীমণ্ডলী বিপুল বিক্রমে এবং প্রাণপণে অসমসাহসে দুর্গ আক্রমণ করিল। ক্লাইব জাগরিত হইলেন । তিনি যেখানকার যেরূপ বন্দোবস্ত করিয়া রাখিয়াছিলেন, তাহাই ঠিক ছিল। যে প্রাচীরের যে যে স্থান দিয়া দুর্গের মধ্যে প্রবেশ করিবার সুবিধা • ছিল, শত্রুরা সেই সেই স্থানে, সিড়ি লাগাইয়া দুর্গে প্রবেশ করিবার চেষ্টা করিতে লাগিল । তাহদের সৈন্য চারি ভাগে বিভক্ত হইয়। চারি দিকে ধাবিত হইল। অদ্যই ক্লাইবের ভাগ্য-পরীক্ষা ! অদ্যই জয় ও পরাজয় ! ১৫. অদ্যই অবরোধের অবসান ! i དེ་