পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আরেকট-অবরোধ । 文>。 দেখিয়াছিল, ইংরেজ কুঠীর বহু কর্তৃপক্ষ বন্দীভাবে পণ্ডিচারীর রাজপথ দিয়া লইয়া যাওয়া হইয়াছিল ; তাহারা দেখিয়াছিল, ডুপ্লে সর্বত্রই যশস্বী ও 'বিজয়ী ; মাদ্রাজের কর্তৃপক্ষ তাহার গতিতে প্রতিবন্ধকতা করিতে গিয়া, আপনাদের দৌর্বল্য প্রকাশ এবং ডুপ্লের গৌরব বৃদ্ধি করিতেছেন। ( এই মুহূর্ত্তে এক জন অজাতশ্মশ্র যুবকের অদ্ভত বীর্য্যবিক্রম এবং প্রতিভা সহসা অদৃষ্টচক্র ফিরাইয়া ** দিল "ടു vogogo محصے ঃঃ এই সময় ক্লাইব, মাত্র পঞ্চবিংশবর্ষ-বয়স্ক যুবক 50. ক ছিলেন । কিয়দিন তিনি সামরিকী কার্য্যে এবং y\ব্যবসায়ে নিযুক্ত ছিলেন ; কিন্তু তাহাতে তঁাহার 感 *•سr- 艇 نہ‘‘ আবাল্য-আজিৰ্জত প্রবৃত্তি-পরিচালনে সক্ষম হইয়াছিলেন। বর্তমান ঘটনায় তাহারই সর্বশক্তি \:?ামাহ্ত হইবার প্রয়োজন হইল। তিনি স্বভাবসিদ্ধ a র্ভয় চিত্তে আপন কর্তৃপক্ষকে বলিলেন,-আজি ή যদি আমরা বিপুল বিক্রমে যুদ্ধে প্রবৃত্ত না হই, 'i