পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপসংহার। ৩২১ কিছু নাই, অকার্য্যও কিছু নাই ! সত্য সত্যই কি ইংরেজের তরবারি-বলে পলাণীক্ষেত্রের যুদ্ধে জয়লাভ হইয়াছিল ! তাহা হইলে এ স্মৃতি-স্তম্ভ সাজিত। তরবারি বলে ভারত লাভ হয় নাই, কেবল তরবারির বলে ভারত রাখিতে পরিবে না । ইংরেজের শাসনে যাহা ভুলিয়া যাইতেছিলাম, আজ কার্জন আবার তাহা জাগাইয়া তুলিয়াছেন। সব ভুলিতে পারি ; কিন্তু ভুলিতে পারিব না, - মিরজাফরের সেই বিশ্বাসঘাতকতা, আর ক্লাইবের সেই জাল-প্রতারণা ! ভুলিতে পারিব না,-সেই বাঙ্গালী বীর মোহনলালের রণ-গুণপণা ; আর সেই নৌ-সেনাপতি আডমিরাল। ওয়াটসনের ধর্ম্মপরায়ণতা । এক বৃক্ষে দুই ফল। এক ফল সুমিষ্ট, আর এক ফল কটুতিক্ত। একই ইংরেজবংশে ক্লাইবও f জন্মিয়াছিলেন, ওয়াটসনও জন্মিয়াছিলেন। ক্লাইব জুয়াচাের, । আর ওয়াটসন ধর্ম্মপরায়ণ । যখন উমিচান্দকে ঠকাইবার জন্য ক্লাইব ওয়াটসনকে জাল সন্ধিপত্রে সহি করিতে বলিয়াছিলেন, তখন ওয়াটসন বিস্ফারিত নেত্রে চাহিয়া বলিয়াছিলেন,-“এ জুয়াচুরি। আমি করিতে পারিব না।” ক্লাইব। কিন্তু আমানবদনে অকুষ্ঠিতচিত্তে সেই জাল পত্রে ওয়াটসনের জাল সহি করিয়া; ছিলেন । আহে ! এই ক্লাইবেরই স্মৃতি-নিদর্শন ! འོང་མ་ কি গুণে এতদিন পরে লর্ড ক্লাইবের স্মৃতি-নিদর্শনের প্রস্তাৰ -- বল দেখি ? প্রতারণা-জুয়াচুরির কথা ছাড়িয়া দাও, তাহার বীরত্বেরই বা কি পরিচয় পাইয়াছ ? যে পলাশী যুদ্ধের বিজয়-ঘোষণা f সম্বন্ধে স্মৃতি-স্তম্ভ প্রতিষ্ঠার প্রস্তাব উঠিয়াছে, মনে পড়ে কি, সেই পলাণীযুদ্ধের সময় সেই ক্লাইব মৃগয়ামঞ্চের আশ্রয় লইয়া ঘোর নিদ্রায় স্বপ্ন দেখিয়াছিলেন ? যখন মিরজাফরের বিশ্বাসঘাতকতায় t