পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরেজের জয় । ما والا বন্ধু ছিল না যে, দুইটা সাস্তুনা-বাক্যে নবাবে সে দারুণ দুঃখপীড়িত হৃদয়ের ভার কিঞ্চিম্মাঞN লাঘব করে । নবাব নিরুপায় হইলেন । র্যাহাৰ । কটাক্ষমাত্রে কোটি লোক সঞ্চালিত হইত, আজ । র্তাহার বিপুল বিজয়ন্তীপুরী সহায়শূন্য ! এখন কি করিবেন, কোথায় যাইবেন, কাহার শরণাপন্ন । হইবেন, কে রক্ষা করিবে, ইহাই হইল হতাশ । প্রাণের বিষম ভাবনা । মুহুর্তে কিন্তু কি যেন একটা । বৈদ্যুতিক স্পর্শে সিরাজুদ্দৌলার সে মুমুঘু প্রাণ জাগিয়া উঠিল । ভাবনার প্রবাহে সহসা আজিমবাদের ফরাসি সৈনিক ল সাহেবকে স্মরণ হইল। শক্তিশালী ল সাহেবকে স্মরণ হইবামাত্র নবাব তঁহার সাহায্য লইবার সংকল্প করিলেন । নবাব বুঝিয়াছিলেন, এ বিপদ-পারাবারে এখন। ল সাহেবই একমাত্র কাণ্ডারী। ল সাহেবকৈ-স্যাহসী ও বিশ্বাসী বলিয়া সিরাজুদ্দৌলার ধারণা 電 কেবল কু-লোকের কু-চক্রে পড়িয়াই তঁাহাকে তাড়াইয়াছিলেন বৈত নয়। ল সাহেবের সাহায্য ,་《 পাইবার প্রত্যাশায় নবাব ২৫শে জুন মুরশিদাবাদ পরিত্যাগ করিয়াছিলেন। V