পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wí マ R o ইংরেজের জয় । উদ্যমে ফরাসীর দুৰ্দমনীয় গতিরোধ করিতে চেষ্টা । করিয়াছিলেন মাত্র। মৃত আনার-উদ্দিনের পুত্র । মহম্মদ আলি ইংরেজের শরণাপন্ন হইয়াছিলেন। শরণাগতকে আশ্রয় দিবার ব্যাপদেশে ইংরেজফরাসি-পুষ্ট চাঁদ সাহেব ও মুজঃফর জঙ্গের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করিয়াছিলেন; কিন্ত মহম্মদ আলি অবশষে ইংরেজ সৈন্যের ব্যয়ভার বহনে সম্মত হন নাই ; সেই জন্য ইংরেজ-সৈন্য স্বভবনে পুনরাহুত হয়। মহম্মদ নিৰ্বািশ্রয় হইলেন ; কিন্তু ইংরেজ তাঁহাকে \ আরকিটের নবাব বলিয়াই স্বীকার করেন। মহম্মদ * একমাত্র ত্রিচিন্ত্রপল্লী অধিকার করিয়াছিলেন। \\ সে ত্রিচিহ্রপল্লীও চাঁদ সাহেব এবং তদীয় সহায়\! ফরাসী কর্তৃক আক্রান্ত হইয়াছিল । তাহাদিগকে দূরীভূত করা অসম্ভব। সৈন্য ছিল ; অধিকন্তু তাহাত্মা সেনাপতিশূন্য । সুদক্ষ। ছিলেন । কোন খ্যাতনামা সেনানী ਚੋਅ ছিলেন না। ভারতবাসী ইংরেজ জাতিকে ঘূণার! চক্ষে দেখিত । তাহারা দেখিয়াছিল, ইংরেজ দুর্গে ফরাসী পতাকা উড়ন্তীয়মান ; তাহারা &