পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V ইংরেজের জয়। বলিয়াছেন,-“উমির্চাদকে প্রবঞ্চনা করা অনাবশ্যক ও অনুচিত । আমরা ইহার অনুমোদন दकन्नेि ब्ञ ?? আমরা বলিতে পারি, ক্লাইব যেরূৰ্প অবস্থায় তত হইয়াছিলেন, তাহাতে তাহার ন্যায় ཕྱིར། কালসর্ব্বস্ব পরকালে অবিশ্বাসী ইংরেজের পক্ষে অন্য' কোন উপায় অবলম্বন করা একান্ত অসম্ভাবিত । বৈরানির্য্যাতনু-বল, আর স্বজাতির সম্যক অভু্যত্থােনই। বল, ক্লাইবের তাহাই চরম কামনা ; সুতরাং এই পার্থিব গণ্ডীর মধ্যে র্তাহাকে যেরূপেই হউক, তাহার সাধন করিতে হইয়াছিল। পার্থিব চরমোন্নতি র্যাহাদের চরম কামনা, তাহদের স্বীকার্য্যসাধনে, সকল সময়ে • সরল বা সৎপথাবলম্বন – সম্ভবপর হয় না। র্যাহাদের বিশ্বাস, জীবনের পূর্ণচ্ছেদ ইহ-জন্মে, তাহারা যে প্রকারেই হউক, স্বদেশের বা স্বাকীয়ের স্বার্থ সাধন করা অবশ্য কর্ত্তব্য মনে করেন । পলাশী-প্রান্তরে ক্লাইব পুরাকালে যে নীতির পরিচয় দিয়াছিলেন, অধুন। এই মূহুর্ত্তে পরকাল বিশ্বাসহীন বৈদেশিক জাতিসমূহের কার্য্যকলাপে।