পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিঠি-পত্র । RS * আমি আপনার নিকট অঙ্গীকার-বিরুদ্ধ কোন অযথা প্রস্তাব } SumitaBot (আলাপ) করিয়াছি। তদুত্তরে আমায় বলিতে সাহস দিন যে, আমি এপর্য্যন্ত অঙ্গীকার বিরুদ্ধ কোন প্রস্তাব করি নাই এবং আপনি ইহাও জানি বেন যে, স্বার্থপর দুষ্টলোকের পরামর্শ গ্রহণ করা আমি অযশস্কর মনে করি। আপনি অঙ্গীকার মানিয়া চলিবেন । এতদ্ব্যতীত অধিক কিছু আপনার নিকট প্রত্যাশা করি না। যতক্ষণ পর্য্যন্ত । আপনাকে অঙ্গীকার-প্রতিপালনে শৈথিল্য প্রকাশ করিতে দেখিব, ততক্ষণ পর্যন্ত ঐ বিষয়ে আপনার মনোযোগ আকর্ষণ করিতে বাধ্য হইব। আপনাকে এরূপ লিখিলে, যদি বিরক্তি বোধ করেন, “ → তবে অঙ্গীকারানুরূপ কার্য্য করিয়া আমাকে ওরূপ ভাবে লেখা * হইতে বিরত করুন। আপনি লিখিয়াছেন যে, আমাকে পত্র । লিখিবার পূর্ব্বে আমাদের অঙ্গীকার-পত্রের প্রতি লক্ষ্য রাখা । উচিত। তদুত্তরে আমি বলি যে, তদ্বিষয়ে আমার বিশেষ লক্ষ্য আছে । সন্ধিপত্রের বিরুদ্ধ প্রস্তাব আমি কখন করিয়াছি, যদি আপনি দেখাইতে পারেন, তাহা হইলে আমার ভ্রমস্বীকার করিতে প্রস্তুত আছি। যতদিন পর্যন্ত তাহ দেখাইতে না পারেন, ততদিন পর্য্যন্ত আপনি যে আমার প্রতি অযথা দোষারোপ করিতেছেন, তাহাই প্রমাণিত হইবে। * দেশের শান্তি-রক্ষা করা ব্যতীত আমার দ্বিতীয় উদ্দেশ্য নাই। কতকগুলি অর্থ সংগ্রহ করা। আমি ঘূণাজনক বোধ করি। সর্ব্বান্তর্য্যামী ঈশ্বরকে সাক্ষী করিয়া আমি বলিতেছি যে, আমি যাহা লিখিতেছি, তাহা সত্য ভিন্ন মিথ্যা নহে। এই জন্য আপনাকে বলিতেছি যে, দেশের শান্তি-রক্ষা করা যদি আপনার বাঞ্ছনীয় হয়, তবে অঙ্গীকার করিতে প্রতিশ্রুত হইয়া অঙ্গীকার ভঙ্গ করিবেন।