পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দূরবর্তী একটি আত্ম-কাননে গিয়া ব্রিটিশ সৈন্য । আশ্রয় গ্রহণ করে । এই আত্ম-কাননের অৰ্দ্ধক্রোশ দূরে নবাবের সৈন্য অবস্থিতি করিতেছিল। আত্ম-কাননটি দৈর্ঘ্যে ১৬৩০ ০ হাত এবং প্রস্থে ৩০ ০ হাত । তাহার চারিদিকে মৃত্তিকার বঁাধ এবং পয়ঃ-প্রণালী । ইহার উত্তর-পশ্চিমদিকে প্রায় ১০০ হস্ত দূরে ভাগীরথী কুলকুল শব্দে প্রবাহিত হইতেছিলেন । আৰু কাননের নিকট নবাবের একটি ইষ্টক-প্রাচী /* বেষ্টিত মৃগয়া-মঞ্চ অধিষ্ঠিত ছিল। ক্লাইব মঞ্চটী অধিকার করেন। আত্ম বৃক্ষ গুলি সমা’ ঃ- রালে শ্রেণীবদ্ধ হইয়। প্রতিষ্ঠিত ছিল । * যে সন্ম \8 ইংরেজের জয় । তাহার ২৪ ঘণ্টা পূর্বে নবাব আসিয়া শিবি}} অধিষ্ঠিত হন। নবাবের পক্ষে ছিল ৩৫ হাজার পদাতিক * কিন্তু তাহারা ইউরোপীয়দের মত সুশিক্ষিত ছিল । ন। ; অশ্বারোহী ১৫ সহস্র ; তাহারা অপেক্ষীকৃত সুশিক্ষিত ; অধিকাংশ অশ্বারোহী পাঠান |i ひi " তরবারি এবং বর্ষায় সুসজ্জিত ; কামান-পরি