পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশী । ܦ ܘ ܐ পাঠাইয়া দেয়। সংবাদ পাইয়া মীরজাফরের 1< জামত মীরকাসেম এবং মীরদাউদ খাঁ সদলবল | তথায় আসিয়া উপস্থিত হন। সিরাজুদ্দৌলা শত্রুসৈন্য কর্তৃক পরিবেষ্টিত হইলেন । নবাব মহিষী৷ লুৎফন্নেসা মীরকাসেমের হস্তগত হইলেন। মীরকাসেম ভয় প্রদর্শন করিয়া তঁহার যাবতীয় অলঙ্কারাদি আত্মসাৎ করেন ! মীরকাসোমের দেখিয়া মীরদাউদ অন্যান্য রমণীদের অলঙ্কার \অপহরণ করিল। তাহার দেখাদেখি সেখানে নবাবপক্ষের যাহারা উপস্থিত ছিল, তাহারও সিরাউদ্দৌলার সর্বস্ব লুঠিয়া লইল ! এক দিন যাহারা বিপুলবি ক্রম নবাবের একটু করুণ কটাক্ষের জন্য | লালায়িত হইত ; এক দিন যাহারা নবাবের সম্মুখীন হইতেও সাহসী হইত না, আজ তাহারা বিপদাপন্ন নবাবের প্রতি ব্যঙ্গ-বিদ্রুপের অবিরল বাণ বর্ষণ করিতে লাগিল। নবাব নিরুপায় ! " তিনি নিরুৎসাহে নিরাশ্বাসে কাতর কণ্ঠে বলিলেন, } —“আমি ধন জন সাম্রাজ্য চাহি না ; আমাকে কিছু মাসহারি। দিও ; আর এই বিস্তৃত বঙ্গের এক পার্থে থাকিবার স্থান দিও।” নবাবের এ প্রার্থনা