পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । ما يجيد দয়া প্রদৰ্শন করিব। আমি সাহস করিয়া বলিতে পারি যে, যাহার। আমার হস্তে পড়িয়াছে, তাহারা সুখস্বচ্ছন্দে বাস করিতেছে । এইরূপ দিয়া প্রদর্শন করা কিন্তু যুদ্ধের রীতি নহে। যদ্যপি আপনি অঙ্গীকারের বিষয় বিস্মৃতি হইয়া না থাকেন, তাহা হইলে আমার নিম্নলিখিত প্রস্তাবটি অনুমোদন করিবেন। V কাশিমবাজারে শীঘ্রই আমাদিগের সৈন্য যুদ্ধ-যান করিবে এবং ঐ 7. স্থানটি সৈন্যবুহ দ্বারা যথোচিত বেষ্টিত হইলেই, আমি ইচ্ছা করি, 7 আপনি পাটনাতে স্থলপথে দুই সহস্ৰ সৈন্যের নিরাপদে পৌছবার জন্য একখানি দস্তক দিবেন। আমি নিশ্চয় করিয়া বলিতেছি। যে, ঐ সৈন্য যাত্রাকালে তাঁদেশবাসীদিগের উপর কোনরূপ অত্যাচার করিবে না । ( ফরাসী দিগকে অবরোধ করা এবং আপনার রাজ্যে শান্তি সংস্থাপন করাই এই সৈন্য পাঠাইবার একমাত্র উদ্দেশ্য। যতদিন ফরাসীদিগের সহিত আমাদিগের যুদ্ধ বিগ্রহ চলিতে থাকিবে, ততদিন আপনার রাজ্যে শাস্তির সম্ভাবনা নাই। পাটনায় সৈন্য পাঠাইবার দরুণ, আপনার প্রজাবর্গের #কোন অনিষ্টপাত হইবে, যদি এরূপ আশঙ্কা করেন, তাহা হইলে * ঐ সৈন্যদলের সঙ্গে আপনার বিশ্বস্ত কয়েকজন হরকরা পাঠাইতে পারেন। তাহারা সময়ে সময়ে সৈন্য-দলের ন্যায় অন্যায় আচরণের বিষয় আপনাকে জ্ঞাত করিতে পারিবে। আপনি নিশ্চিন্ত থাকুন যে, তাহাদিগের নিকট হইতে কোন মন্দ খবর শুনিতে পাইবেন না । কোম্পানীর অধিকারে যে কামানগুলি আছে, তাহা না। পঠাইয়া ওয়াট সাহেবকে কেবল দশটি কামান পাঠাইলেন কেন ? আপনি মনে করিতেছেন, কোন স্বার্থপর দুষ্ট লোকের পরামর্শে - ۰ به بی