পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিঠি-পত্র । ( বঙ্গানুবাদ ।) আডমিরাল ওয়াটসনের পত্র ১৭ই ডিসেন্সর ১৭৫৬ খষ্টাব্দ । পৃথিবীর রাজন্য বর্গ কর্তৃক সন্মানিত আমার প্রভু ও কু ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর ব্যবসায়-বাণিজ্য, দাবি-দাওয়া ও অধি রক্ষা করিবার জন্য আমায় বহু সৈন্য দিয়া এতদ্দেশে করিয়াছেন। বলা বাহুল্য, আমার প্রভুর প্রজাগণ মোগল-র যেরূপ সুবিস্তৃত ব্যবসায়-বাণিজ্য চালাইতেন, তাহাতে মো দিগের সবিশেষ সুবিধা হইত। শুনিয়া অতিশয় আশ্চর্য্যা হইলাম যে, আপনি বহু সৈন্য সহ কোম্পানীর কুঠা আক্রমণ করিয়া বলপূর্বক তঁহাদিগের লোকজনকে তাড়া দিয়াছেন, অনেক টাকার সামগ্রী লুঠিয়া লইয়াছেন এবং অ্যু রাজার বহু প্রজা নষ্ট করিয়াছেন । আমি কোম্পানীর লোকদিগকে তাহদের পূর্বতন, বাড়ীতে পুনরায় প্রতিষ্ঠিত করিবার সংকল্পে আসিয়াছি। করি, আপনি তাহদের পূর্বের ক্ষমতা ও সুবিধা সকরাখিতে সম্মত হইবেন। কারণ, ইংরেজেরা এতদে । করাতে আপনার যে উপকার হয়, তাহা আপনি বিশেষ জানেন। আপনি তঁহাদিগের ক্ষতিপূরণ করিয়া দিলে আঞ্জ গোলযোগ থাকিবে না । আমার রাজা শান্তি চাহেন ཐ་ পরতায় তাহার প্রীতি। আপনি তঁহার প্রজাসমূহের झाँ করিয়া দিলে, তঁহার সহিত সদ্ভাব সংস্থাপিত হইবে। - র্তাহ।