পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপসংহার । VSC ক্লাইব বা ওয়াটসন কাহারও চিঠিপত্রে এই অন্ধকূপের কথার ইঙ্গিত মাত্রও নাই কেন ? সিরাজুদ্দৌলার সহিত ইংরেজের যে সন্ধি হয়, তাহাতে সকল ক্ষতিপূৱণ ধরিয়া লওয়া হইল, অন্ধকুপের কথার আদৌ উল্লেখ হইল না কেন ? অন্ধকূপের গৃহের যে মাপটী দেওয়া হইয়াছে, তাহাতে ১৪৬টি নরপ্রাণীকে প্রবেশ করাইতে পারা যায় কি ? ১২৩ জন মারিল ; কিন্তু হলওয়েল ৫০টা মাত্র লোকের নাম প্রকটত করিলেন কেন ? এত বড় একটা কাণ্ড হইয়া গেল, তাৎকালিক কলিকাতার কোন লোক জানিতে পারিল না কেন ? হলওয়েল সাহেব এদেশে থাকিবার

  • সময় পুস্তক না লিখিয়া, বিলাত যাইবার সময় জাহাজে বসিয়া

লিখিলেন কেন ? ইত্যাদি প্রশ্ন উত্থাপিত হইলে, অনেকের মনে অন্ধকূপ হত্যার ভীষণতা সম্বন্ধে সন্দেহ হয়। ইতিপূর্বে ‘সিপাহী-বিদ্রোহে” হত ব্যক্তিদিগের স্মৃতিস্তম্ভ রক্ষা সম্বন্ধে । লর্ড কার্জন বলিয়াছিলেন, এ সন্দেহ অমূলক ; কিন্তু তিনি এ সব কথার খণ্ডন করিবার কোন প্রয়াস পান নাই। অন্ধকূপের স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠায়ও তিনি এ সম্বন্ধে কোন কথার উল্লেখ মাত্র করেন নাই। র্যাহারা ঐতিহাসিক প্রমাণাভাবে অন্ধকূপের অস্তিত্ব সম্বন্ধে সন্দিহান, তাহারা ভ্রান্ত হইতে পারেন ; তবে যাহার জন্য র্তাহাদিগের সন্দেহ, লর্ড কার্জন তাহার খণ্ডন করিয়া দিলে, তাহাদের ভ্রান্তি নিরসন হইত ; দেশের অনেকেই নিঃসংশয়ও হইতে পারিত । ভক্ত ভারতবাসীর ভ্রম-নিরসন করাই ত উদার যুক্তিমান বড়লাট কার্জন বাহাদুরের কর্ত্তব্য।” লর্ড কার্জন যখন ভারতের রাজপ্রতিনিধিপদে প্রতিষ্ঠিত ছিলেন, সেই সময় তিনি এই স্মৃতিস্তম্ভের প্রতিষ্ঠা করিয়া যান । “ཅུ་