পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VOo ইংরেজের জয় । , সিরাজের যুদ্ধ-যাত্রা । -l1NOASA-42- . - বজবজ দুর্গ ইংরেজের অধিকারভুক্ত হইলে / মাণিকচাঁদ মুরশিদাবাদের নবাব সিরাজুদ্দৌলাকে | সে সংবাদ প্রদান করেন । ইতিপূর্বে নবাব ইংরেজের আগমন-বার্ত্তা প্রাপ্ত হইয়া বিপুল বল সংগ্রহ করিয়া রাখিয়াছিলেন ; এক্ষণে মাণিকৰ্চাদের নিকট হইতে বজবজ দুর্গ-পতনের সংবাদ পাইয়া তিনি যুদ্ধযাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। কলিকাতায় সংবাদ আসিল, নবাব বহু সৈন্য । সমভিব্যাহারে যুদ্ধার্থ O আগমন করিতেছেন। তখনই কলিকাতার বিজয়ী ব্রিটিশ বণিক ‘পূর্বাঙ্কে’ই হুগলী আক্রমণ করিবার সংকল্প করেন । হুগলী আক্রমণার্থ ১৫০ মাল্লা, ২০০ ইউরোপীয় সৈন্য এবং ২৫ শত সিপাহী প্রেরিত হইল । ব্রিটিশের সৌভাগ্যবলে হুগলী অল্পায়াসে অধিকৃত হইল। অধিকার-প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খ বর্ণন এ প্রসঙ্গে * নিম্প্রয়োজন। ব্রিটিশ বণিকের এই বিজয়-বার্তা ইংলণ্ডের