পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SWOR ইংরেজের জয় । “আপনি ডেকের ব্যবহার সম্বন্ধে যাহা । শুনিয়াছিলেন, তাহা প্রকৃত নহে। স্বকণে সকল । শুনিয়া বা স্বচক্ষে দেখিয়া কোন কার্য্য না করা রাজার কর্ত্তব্য নহে। আপনার কুপরামর্শদাতাদিগকে দণ্ড দিন ; আমাদিগকে সন্তুষ্ট করুন ; যাহারা আপনার দ্বারাণী অত্যাচারিত ও বঞ্চিত হইয়াছে, ༨ তাহাদের সন্তোষ-সাধনে কৃতসংকল্প হউন | ডেকের বিচার কোম্পানী করবেন।” ওয়াটসন সাহেবের পত্রে ব্রিটিশ পক্ষের দোষ স্বীকৃত হইতেছে। নবাব আকারণে কলিকাতা আক্রমণ করিয়া ইংরেজকে কলিকাতা হইতে তাড়াইয়া দেন নাই। পরে ক্রমে ক্রমে সিরাজচরিত্রের স্পষ্ট পরিচয় পাইবেন । ব্রিটিশ বণিক হুগলী অধিকার করিয়াছিলেন। সিরাজুদ্দৌলার ক্রোধ হওয়া অস্বাভাবিক নহে । তবুও তিনি যুদ্ধে লোকক্ষয় হইবে ভাবিয়া শান্তির প্রত্যাশায় ইংরেজ বণিকের ক্ষতিপূরণ করিতে ও তাহাদের দাবী দাওয়ার প্রার্থনা শুনিতে প্রস্তুত 7 হন। তিনি পত্রে স্বল্পাক্ষরে লিখিয়াছিলেন,- “পূর্বে আমার সৈনিকগণ কতৃক কলিকাতা-দুর্গে t f ܪܰܬܳ i. f s