পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশী । ܔ o q আমাকে বঙ্গের এক পার্শ্বে এক বিন্দুও স্থান দিবে। না—আমাকে যৎকিঞ্চিৎও মাসহাের দিবে না,--- তা’তেও তাঁহাতে র তৃপ্তি নাই ।” এই কথা বলিয়া, সিরাজুদ্দৌলা একটু নীরব হইলেন ; আবার মুহূর্ত্তের মধ্যে কি যেন স্মরণ করিয়া চমকিয়া বলিলেন,-“না,—তাহারা তাহাতে তৃপ্ত নহে,- * আমি অবশ্য মরিবি,—হােসেন কুলী খাঁর হত্যার প্রায়শ্চিত্ত হইবে।” আর কিছু বলিবার, অবসর ধ্ৰুইল না। দেখিতে দেখিতে চাকিতে নরাধম।

অন্নদাসের দেই তীক্ষধার অসি বিদ্যুদ্বেগে rax \সিরাজুদ্দৌলার মস্তকে নিপতিত হইল ! যখন তরবারির সেই সুদারুণ সাজাতিক আঘাত میدهد. 家 “کہہ

  • \

সিরাজুদ্দৌলার সেই সুন্দর মুখ খানির উপর { মাসিয়া পতিত হইল, তখন সিরাজুদ্দৌলা ঘন গভীর নাভিশ্বাসে,—“যথেষ্ট,-আমি মরিলাম,—কুলী খার ত্যার-প্রতিশোধ হইল”,— এই কথা বলিতে হার পর মহম্মদীবেগ মৃত নবাবের দেহ গ্রিণ্ড খণ্ড করিয়া কাটিয়া একটী হস্তীর পৃষ্ঠে