পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশী । ४१ দোষ গুণের কথা আলোচিত হইয়াছে, এইজন্য 乳 অনেক ইংরাজি ইতিহাস-লেখকের কাছে ইহার স্বী আদর হইয়াছিল। ওয়ারেণ হেষ্টিংস আদর করিয়া ইহার অনুবাদ করাইয়াছিলেন, অন্ধকূপের কথা সমূলক হইলে, গোলাম হোসেন ইহার আদৌ উল্লেখ না করিয়া কি পার। পাইতেন ? মুতাক্ষরীণের ইংরেজি অনুবাদক বলেন, এ ঘটনা সমস্ত বাঙ্গালা, এমন কি কলিকাতারও বোধ হয়, কেহ জানিতে পারে নাই। O O এ ঘটনা আদৌ হইলে কলিকাতাবাসী কেহ কি জানিতে পারিতেন না ? এ ঘটনার কল্পনাই হলওয়েলের। এত বড় একটা ভয়ানক কাণ্ড হইয়া গেল, কলিকাতার কাকে বকে জানিতে পারিল না, Rumang Y4. এও কি কখন হইতে পারে ? আমি সাহেব লিখিয়া 1 ছেন, এ ঘটনার পর অনেক ইংরেজ কলিকাতাভূ বাসীর কুটীরে আশ্রয় লইয়াছিলেন। যদি ঘটনা সত্য * হুইত, তাহা হইলে কি ইহঁাদিগের মুখে কলিকাতাবাসীরা জানিতে পারিত না ? ফল কথা, অন্ধকূপের বিবরণ হলওয়েলের ভবিষ্যৎ কল্পনাসক্তৃত। এইরূপ প্রকাশ, কাপ্তেন মিলস নিজে অন্ধকূপে ছিলেন