পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

dz" o ইংরেজের জয় । বিধির ইচ্ছা হইলে, তৃণাঙ্করেও ভীম গিরিছিন্ন-ভিন্ন হয়, মশকপদাঘাতে রুক্ষবক্ষ বিদারিভুক্ত হয়, গণ্ডষে বারিধি শুকাইয়া যায়, ফুৎকাষ্ট্রে সূর্য্যতাপ নিবিয়া যায়। র্যাহার ইচ্ছায় স্ফটিকস্তাঃনিহিত সুগুপ্ত মৃত্যুবাণে দুৰ্জয় বীর রাবণের মৃত্যু | হইয়াছিল, তাঁহারই ইচ্ছায় সিরাজুদ্দৌলার পর হইল। এই টুকু বুঝিলে মানুষের মোহ রহে না । সিরাজের পরিণাম । ১৭৫৭ খৃষ্টাব্দের ২৩এ জুন পলাশী-প্রাঙ্গা রুধির-প্লাবিত রণ-ক্ষেত্রে ব্রিটিশ বণিকের বিজয় | কেতন উডতীন হইল। ব্রিটিশ-বাহিনীর শ্রবণভৈরব গগনস্পৰ্শী সিংহমুদে পলাশীর সে বিজয়বার্ত্তী বিঘোষিত হইতে লাগিল। সে কল্লোলকোলাহল ভাগীরথীর কল কল শব্দে মিশিয়া}} আম্রকাননের প্রসৃপ্ত ছায়াতল মুহুম্মুহুঃ প্রকম্পিত করিয়া তুলিল। যাহারই গুণে বা যাহারই ফলে পলাশীর সংঘর্ষণে বিজয় লাভ হউক, সেই “আজন্ম : yসৈনিক,” নির্ভীক, নিত্য-সাহসী, দীৰ্ঘদৰ্শী। কিন্তু ধ্ৰু > بیڑہY ܨܲܬ̣ .." 41,' - نه ی هنگاه*$