পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিঠি-পত্র ‹ \bዓ মধ্য দিয়া এইরূপ ভাবে যাত্রা করিয়া স্বীয় ছাউনীতে প্রত্যাবর্ত্তন করেন, যেন তঁহার গতিরোধ করিতে আপনার ছাউনীতে এক জনও সশস্ত্র পুরুষ ছিল না । তিনি এক্ষণে র্তাহার ছাউনীতে ফিরিয়া আসিয়াছেন এবং আমাদিগের গুপ্ত সমিতির দ্বারা শেষ বার প্রেরিত ন্যায্য প্রস্তাবে আপনি সন্মত হন কি না, সেই আশায় আরও কিছু দিন থাকিলেন। যদি আপনি সুবিবেচক হন, তাহা হইলে আপনি তাহাদিগের সুবিচার করিবেন। ; নতুবা যে আসি নিস্কোষিত হইবার উপক্রম হইয়াছে, তাহ আর নিবারিত হইবে না । নবাবের পত্র। ৯ই ফেব্রুয়ারি ১৭৫৭ খৃষ্টাব্দ। শাসনকর্ত্তা ও তাহার সভার স্বাক্ষরিত ও মোহরাঙ্কিত সন্ধিপত্র আমি কর্ণেলের পত্রের সহিত প্রাপ্ত হইয়াছি । তিনি ইচ্ছা করেন যে, এক্ষণে যে সন্ধি সংস্থাপিত হইল, তাহার সর্ত সকল আমার দেশের প্রধান লোকদিগের দ্বারা এবং আমার প্রধান প্রধান কর্ম্মচারীদিগের দ্বারা স্বীকৃত হউক। আমি তঁাহার ইচ্ছানুরূপ কার্য্য করিয়াছি। এক্ষণে আমাদিগের উভয় পক্ষের * এমন একটি লেখাপড়া থাকা উচিত, যদ্বারা আমাদিগের মধ্যে যুদ্ধ নিবারিত হয়, ইংরেজগণ আমার চিরবন্ধু হন এবং আমার শত্রু-দমনে তাহারা সহায়তা করেন । তজজন্য আমি আমার একজন বিশ্বস্ত ও বিখ্যাত লোককে আপনাদিগের নিকট প্রেরণ করিতেছি । তিনি আমার মনের ভাবসমূহ আপনাদিগের নিকট বিশদরূপে বুঝাইয়া দিবেন এবং আমিও আশা করি, আপনার