পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিঠি-পত্র । Sዓ & করিলে আমার পক্ষে কোন ক্রেটী পাইবেন না । সন্ধি করিয়া এত শীঘ্র ভঙ্গ করা কখনই সৎ লোকের কার্য্য নহে। মহারাষ্ট্ৰীয়েরা খৃষ্ট ধর্ম্ম মানে না, •, অথচ তাহারা সন্ধি কখন ভঙ্গ করিতে জানে না । অতএব ইহা অত্যন্ত আশ্চর্য্যের বিষয় যে, আপনি এতদূর উন্নত হইয়া, ঈশ্বর এবং যীশু খৃষ্টকে সাক্ষ্য মানিয়া, যে সন্ধি করিয়াছেন, তাহা ভঙ্গ করিতে উদ্যত হইয়াছেন । আডমিরালের পত্র । २९6* 6श्क्क्क्षाद्धि २१९ १ शुछेक । আপনার ২০শে তারিখের পত্র আমি দুই দিবস পূর্বে পাইয়াছি। কিন্তু ইংলণ্ডে চিঠি লিখিবার দরুণ ব্যস্ত থাকাতে আমি এতাবৎকাল পর্যন্ত উহার উত্তর দিতে পারি নাই। আমরা সন্ধি ভঙ্গ করিতে উদ্যত হইয়াছি, ইহা আপনি যেরূপ সামান্য কারণে মনে - করিয়াছেন, তাহাতে আমি অত্যন্ত আশ্চর্য্যান্বিত হইয়াছি। আমার একটিও অন্যায় কার্য্য না দেখিয়া কেবলমাত্র এক জন শঠ লোকের কথার উপর নির্ভর করিয়া আমাদিগকে দোষী সাব্যস্ত করা অত্যন্ত আশ্চর্য্যজনক । সৈনিক- , পুরুষ কখন তাহার প্রতিজ্ঞা বিশ্বত হন না। আমার এখানে । আসা অবধি, আপনি আমার এরূপ একটিও কার্য্য কি দেখিয়া ছেন যে, তাহাতে আমার দ্বারা এরূপ কার্য্য সম্ভব হইতে পারে ? আপনি বলিবেন, না । ইংরেজ জাতি জগতে সরলতার জন্য বিখ্যাত এবং আপনি আমার নিকট হইতে সরল ব্যবহার ব্যতীত আর কিছুই পান নাই। যে লোক প্রবঞ্চনা করিয়া মহাশয়ের