পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2व्*ो । לb"ל দীর্থপর, প্রতারণাপন্টু “ক্লাইবে"রই প্রতিষ্ঠা স্পৰ্দ্ধা গতি গুণে পরিবৰ্দ্ধিত হইল। দ্ধি যুদ্ধের দিবস রাত্রিতে ক্লাইব যুদ্ধপ্রান্তর হইতে তিন ক্রোশ দূরে দাদপুরে শিবির সন্নিবেশ করেন। পরদিন প্রাতঃকালে বিশ্বাসঘাতক মীরজাফর তথায় ক্লাইবের সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন। ক্লাইবের শিবিরে যাইবার সময় তাহার মনে মনে বড় ভয় হইয়াছিল। তিনি ভাবিয়ছিলেন, যুদ্ধকালে সাহায্য সম্বন্ধে ইতস্ততঃ করিয়াছিলেন বলিয়া বােধ হয়, ইংরেজ তাহার প্রতি অসন্তুষ্ট হইয়াছেন ; সুতরাং তঁহাকে শিবির মধ্যে পাইয়া তাহার প্রতিশোধ লইবেন । বলা বাহুল্য, পাপীর সে আতঙ্ক, পাপ চিন্তার প্রতিঘাতমাত্র ; প্রকৃত পক্ষে আশঙ্কা ফলবতী হয় নাই । মীরজাফর সাহায্য করিবে কি না ভাবিয়া ক্লাইবের মনে যে সংশয় জন্মিয়াছিল, পলাশী বিজয়ের পূর্বেই তাহার সে সংশয় অপসারিত হইয়াছিল । তাই মীরজাফরকে দেখিবামাত্র ক্লাইব প্রফুল্ল চিত্তে অতি সমাদর সহকারে অভ্যর্থনা করিয়া তাহাকে আপনি সন্নিকটে আসন প্রদান করিয়াছিলেন । উভয়েই উচ্চা \\ (؟