পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিঠি-পত্র। - TRAVO আ ডমিরালের পত্র। ২১শে ফেব্রুয়ারি ১৭৫৭ খষ্টাব্দ। আপনার ১৯শে তারিখের পত্র আমি আজ সকালে পাইয়াছি। পত্রে দেখিলাম যে, এদেশীয় ফরাসীদিগের সহিত আমাদিগের যুদ্ধ করা। আপনি অন্যায় বিবেচনা করেন। আমি যদি আগে জানিতাম যে, আপনি ইহাতে রুষ্ট হইয়াছেন, তাহা হইলে কখনই আমি গঙ্গার উপকূলবর্ত্তী ফরাসীদিগের সহিত যুদ্ধ বাধাইয়া আপনার দেশের শান্তিভঙ্গ কিরিতাম না। এক্ষণে যদি তাহারা আমাদিগের সহিত আর প্রতিযোগিতাচরণ করিবে না, এইরূপ মর্ম্মে একখানি অঙ্গীকার-পত্র লিখিয়া দেয় এবং আপনি (বাঙ্গালার – সুবাদার ) যদি ঐ অঙ্গীকার-পত্রে তাহাদিগের জামিন স্বরূপ স্বাক্ষর করেন ও আমার অনুপস্থিতিতে আমাদিগের উপনিবেশগুলি তাহাদিগের হস্ত হইতে রক্ষা করিবেন বলিয়া প্রতিশ্রুত হন, তাহা হইলে আমরা আর কখন তাহাদিগের কুটী লুণ্ঠন কিম্বা তাহাদিগের বিরুদ্ধে যুদ্ধে গমন করিব না । আমি বিশ্বাস করি, আপনি জ্ঞাত আছেন যে, ইংরেজ দিগের ন্যায় বাক্য রক্ষা এবং অঙ্গীকার রক্ষা করিতে আর বোধ হয়। পৃথিবীতে কোন জাতি নাই, এবং আমি আপনাকে নিশ্চয় করিয়া বলিতে ছি যে, আমরা আপনার সহিত যে সন্ধি করিয়াছি, সেই সন্ধিসৰ্জানুযায়ী চলিতে যতদুর সাধ্য চেষ্টা করিব এবং আমি সহস করিয়া বলিতে পারি যে, কর্ণেল কিম্বা কোম্পানীর অন্যান্য কর্ম্মচারিগণ এই সন্ধির ; একটি সর্তও ভঙ্গ করিতে চেষ্টা করিবে না । আপনার সহিত ইংরেজ জাতির যে সন্ধি করা হইয়াছে, সেই