পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rav পরিশিষ্ট । ফরাসীদের উপর আপনার বেশী টান । কিন্তু আপনার পত্র আমার সকল সন্দেহ দূর করিয়াছে। আজ হইতে আমি আপনাকে । একজন অকপট ও সরল বন্ধু বলিয়া বিশ্বাস করুিত্ব এবং প্রতিদিবস আমার অকপট বন্ধুত্বের নিদর্শন দেখাইতে চেষ্টা করিব । আপনার ইচ্ছানুসারে আমি ফরাসী দিগকে আক্রমণ করি নাই। তাহাতেই আপনি বুঝিয়াছেন, গুরুতর প্রয়োজন না হইলে, এ সম্বন্ধে আপনাকে আর কোন কথা বলিব না । এক্ষণ যাহা বলি, অনুগ্রহপূর্বক তাহা মনোযোগের সহিত শুনুন। আপনার পত্র পাইয়াই আমি ফরাসী দিগকে আক্রমণ করিবার বাসনা পরিত্যাগ করি ; পরন্তু যাহাতে র্তাহারা নিরপেক্ষভাবে বন্ধুত্ব করেন, তৎসম্বন্ধে সন্ধি করিবার জন্যে অনুরোধ করি ; অধিকন্তু বন্দোবস্ত মীমাংসা করিবার জন্যে লোক পাঠাই। কিন্তু আশ্চর্য্যের বিষয়, এক রকম একটা স্থির সিদ্ধান্ত হইলেও, ফরাসী প্রতিনিধিরা বলেন, আমি চলিয়া যাইলে পর, তাহদের কোন শক্তিশালী নূতন সেনাধ্যক্ষ আসিলে, সন্ধি-সর্ত্তে কাজ চলিবে না । অতএব মহাশয় বুঝিতেছেন যে, এরূপ লোকেদের সহিত সন্ধি করা কত দুরূহ ব্যাপার । আমার হাত পা বাধা রহিল। র্তাহারা যেরূপ ইচ্ছা, আমার উপর অত্যাচার করিলে, আমার একটিও কথা বলিবার ক্ষমতা থাকিবে না। র্তাহারা পূর্বেই বলিয়া-- ছেন যে, মনসিয়ার বুসি বড় একদল সৈন্য লইয়া এখানে আগমন করিতেছেন । তিনি আসিয়া আমাদিগকে না আপনাকে আক্রমণ করিবেন ? এরূপ স্থলে আমি আমাদিগের কুঠী পরিত্যাগ করিয়া কিরূপে মহাশয়ের সাহায্যার্থ পাটনায় যাই ? শক্রকে পশ্চাতে রাখিয়া যাওয়া অতি মূঢ়ের কার্য্য। বুসি যখন আসিয়া পৌছিবেন,