পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশী । − Y Vo sł চালকগুলি উৎকৃষ্ট : ৫৩টীি কামান ছিল ; ৪০ ॥৫০ জুন সুশিক্ষিত ফরাসি সৈন্য কামানসহ নবাবসৈন্যের লবৰ্দ্ধন করিয়াছিল। মুসে সেণ্ট ফ্রে এই সকল রাসির অধ্যক্ষ । ইনি পূর্বে চন্দননগরের এক →ন “কাউন্সিলার” ছিলেন । ইংরেজ ফরাসিকে গর হইতে তাড়াইয়া দিয়াছিলেন । আজ নবাব সৈন্যভুক্ত ফরাসি সৈনিকের বৈরি{াতনকল্পে মুহুম্মুহু ইংরেজের ধ্বংস কামনা কিরিয়া বীরন্দৰ্পে পলাশীক্ষেত্রে প্রতীক্ষা করিতেছিল। নবাবের সৈন্য যেমন সুদৃঢ় শক্তিমান, তেমনই # দূরাক্রম্য সুদৃঢ় স্থান অধিকার করিয়াছিল । ভাগীরথীতটি হইতে গড়বন্দী শিবিরাদি প্রায় চারি * শত হস্ত ভূমি পরিমাণ ব্যাপ্ত। তাহ আবার উত্তরপূর্বে ঘুরিয়া গিয়াছে। তাহাও প্রায় তিন ! মাইলব্যাপী হইবে। সর্বসীমান্ত কোণে সুরক্ষিত গড়চত্বরে একটী বৃহৎ কামান প্রতিষ্ঠিত ৷ গড়ের সম্মুখে একটী মৃত্তিকাস্তােপ জঙ্গলে আবৃত। প্রায়

  • এক্ষণে আর একটীিও আমি বৃক্ষ দেখা যায় না। যেটা শেষ ছিল, অবশিষ্ট সেটা কয়েক বৎসর হইল পতিত হইয়া কীটের উদরাসাৎ হইয়াছে।

Murry's Hand Book of Bengal, 1882