পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পলাশী । . ܠ ܠ সেনাপতি দিগকে যুদ্ধার্থ প্রস্তুত হইবার জন্য আদেশ । করিলেন। বিহারের সহকারী শাসনকর্ত্তা, রাজা |ষ্ঠ রামনারায়ণের প্রতি হুকুম হইল, তিনি যেন সৈন্যগণ লইয়া পূর্ণিয়া আক্রমণ করেন। অতঃপর }ঃ সিরাজ স্বয়ং সৈন্যসহ রাজমহলের দিকে অগ্রসর ও হন। তঁহার সেনাপতি রাজা মোহনলাল অপর এক দল সৈন্য লইয়া অপর দিকে যাত্রা করেন । । সিরাজের যুদ্ধযাত্রার বার্তা পাইয়া শকৎজঙ্গ *আপন সৈনাধ্যক্ষদিগকে যুদ্ধার্থ আদেশ করেন। জন্মবাবগঞ্জের নিকট একস্থানে শকৎজঙ্গের সেনারা কুঁশিবির স্থাপন করেন। যে স্থানে সেনানিবেশ и ন, তাহার সম্মুখে জলাভূমি এবং চারি* দিকে হ্রদ ছিল। জলার মধ্যে কেবলমাত্র একটী পথ ছিল। শকৎজঙ্গের সেনাপতিরা পরস্পর বিচ্ছিন্ন ভাবে শিবির স্থাপন করিয়াছিলেন। পরে শকৎজঙ্গ সৈন্যসহ আসিয়া’ উপস্থিত হন । এই সময় সিরাজসৈন্য অগ্রসর হইয়া শকৎজঙ্গেয় শিবির অভিমুখে গোলাবর্ষণ করিল। উভয় পক্ষে গোলা চলিয়াছিল। কিন্তু শকৎজঙ্গের সৈন্যমণ্ডলে শৃঙ্খলা ছিল না। এই বিশৃঙ্খল