পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিঠি-পত্র । S SĆ বিষয়ের কথা লিখিয়া থাকেন, তাহা কখন কার্য্যে পরিণত হয় নাই এবং২আপনি ১লা রাজীব ( ২২ শে মার্চ ) তারিখের পত্রে যে বিষয় লিখিয়াছেন, তাহাও এখন পর্য্যন্ত কার্য্যে পরিণত হয়। নাই। আপনি ঐ পত্রে ১৫ই তারিখের ভিতর সমস্ত সন্ধিসওঁ স্বীকার করিবেন বলিয়া লিখিয়াছিলেন । আপনি কি সমস্ত সর্ত স্বীকার করিয়াছেন ? বোধ হয়, না । তাহা হইলে, আপনার কার্য্য গুলি অঙ্গীকার-বিরুদ্ধ দেখিয়া, আপনার সকল কথায় কেমন করিয়া বিশ্বাস করিতে পারি? যখন আপনি ল সাহেব এবং তঁহার অনুচরবর্গকে পাটনায় যাইবার নিমিত্তে পরওয়ানা দিয়াছেন, আপনি যে ফরাসীদিগের বিরুদ্ধে নতুমীকে - -e সাহায্য করিবেন, তাই বা কেমন করিয়া বিশ্বাস করিতে পায় s এই কি বন্ধুত্বের নিদর্শন ? এইরূপে কি আপনি আমাকে । সাহায্য করিবেন ? আপনি একরূপ বলিয়া অন্যরূপ কার্য্য করেন । আপনি আমাকে সাহায্য করিবেন বলিয়া আমার শক্র বৰ্গকে আশ্রয় এবং বারুদ প্রভূতি যুদ্ধের উপকরণ সামগ্রী প্রদান করেন নাই কি ? আপনি কি তাহাদিগকে তিনটী কামান লইয়া যাইতে অনুমতি দেন নাই ? আপনি ফরাসীদিগের ধনসম্পত্তি তাহাদিগের পাওনাদারদিগকে দিবার সঙ্কল্প করিয়াছেন। তাহা অতি উত্তম হইয়াছে। ধনসম্পূক্তিকে আমি তুচ্ছ বলিয়া জ্ঞান করি এবং উহার নিমিত্তে আমি ভারতবর্ষে আসি নাই । আমি অনেকবার বলিয়াছি এবং এখন পর্য্যন্ত বলিতেছি যে, যতদিন পর্য্যন্ত একজন ফরাসী এদেশে থাকিবে, ততদিন আমি তাহাকে অনুসরণ করিতে বিরত হইব না। কিন্তু যদ্যপি তাহারা স্বয়ং আসিয়া আত্ম-সমৰ্পণ করে, তাহা হইলে আমি তাহাদিগের উপর h