পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミqや o পরিশিষ্ট । নিকট আমার অযথা নিন্দ করিয়াছে, তাহার যথার্থ বিচার করুন। ইত্যবসরে আমি ফরাসীদিগের নিকট তঁহাদের উকি~ লের চরিত্রের বিষয় লিখিয়া পাঠাইয়াছি। তঁহারা আমার প্রতি এই অন্যায় দোষারোপ সম্বন্ধে আপনাকে লিখিয়া পাঠাইতে প্রতিশ্রুত হইয়াছেন । আপনি স্থির জানিবেন, আমি সত্য প্রতিজ্ঞা হইতে কখন বিচলিত হইব না। আপনি জানিবেন যে, । যে সকল লোক ইহার বিরুদ্ধ কথা রটাইয়া বেড়ায়, আমাদের বন্ধুত্ব নষ্ট করাই তঁহাদের উদ্দেশ্য । নবাবের পত্র । ফরাসীদিগের সম্বন্ধে আপনি যে পত্র পঠাইয়াছেন, সেই পত্র আমি পাঠ করিয়াছি। আপনি স্থির জানিবেন যে, আমি ফরাসী দিগকে সাহায্য করি নাই, কিম্বা করিব না । যদ্যপি তাহার কোন গোলযোগ উপস্থিত করে, কিম্বা আমার সাম্রাজ্যে কোনরূপ শত্রুতচরণ করে, তাহ। হইলে আমি সসৈন্য তাহদিগের আক্রমণ প্রতিরোধ করিব এবং তাহাদিগকে বিশেষরূপে শাস্তি দিব। আমি শুনিয়াছিলাম যে, আপনি চন্দননগর আক্রমণ করিবেন। তাহ ঠিক কিনা, তাহ জানিবার জন্য আপনাকে পত্র লিখিয়াছিলাম। আমাদিগের প্রজােরক্ষণ করিবার ব্যস্নায়আমি তথায় সৈন্য পাঠাইয়াছিলাম, ফরাসী দিগকে সাহায্য করা আমার অভিপ্রায় ছিল না । আপনি আমার পত্র পাইয়া যদি ! চন্দননগর আক্রমণে বিরত হইয়া থাকেন, তাহা হইলে আমি অত্যন্ত সন্তুষ্ট হইব । ফরাসীরা আর যাহাতে কোনরূপ উপদ্রব। না করে, আমি সেই জন্য তাহাদিগকে পত্র লিখিয়াছি এবং আমি